দৈনন্দিন বিজ্ঞান-সাবধানে রাখুন দিয়াশলাই
বাসায় আগুন তৈরির জন্য সহজ উপায় হলো
দিয়াশলাই বা গ্যাস-লাইট। গ্যাসের চুলা জ্বালানোর জন্য গ্যাস লাইটের চেয়ে
দিয়াশলাই বেশি উপযোগী। আবার অটোচুলা ব্যবহার করেও অনেকে ম্যাচের ব্যবহার
থেকে দূরে থাকেন।
তার পরও মোমবাতি জ্বালানো বা অন্য কোনো
প্রয়োজনে প্রত্যেক বাসায় ব্যবহার করা হয় ম্যাচ বা দিয়াশলাই। নিত্যদিনের
কাজের মধ্যে চুলা জ্বালানোটাই কয়েকবার করে দরকার পড়ে বাসায়। প্রায় সব
বাসাতেই তাই রান্না ঘরেই ম্যাচ রাখা হয়। অনেকে চুলার পাশেই রাখেন ম্যাচ।
আবার অনেকে চুলার ওপর ম্যাচ রেখে দেন ভুলে বা সজ্ঞানে। কিন্তু একবার ভেবে
দেখেছেন, এ থেকেই ঘটে যেতে পারে বড় ধরনের কোনো বিপদ? ম্যাচের কাঠির মাথায়
ব্যবহার করা হয় ফরফরাস। ম্যাচের পাশে থাকা আর একটি ফসফরাসের আবরণের সঙ্গে
কাঠি ঘষে তৈরি করা হয় আগুন। শুধু তা-ই নয়, ফসফরাস কোনো একটি খসখসে জায়গায়
ঘসলেও আগুন ধরে যেতে পারে। আবার ম্যাচ চুলার পাশে অনেকক্ষণ ধরে থাকলে গরম
হয়ে ধরে যেতে পারে আগুন। তাতে দিয়াশলাইয়ের ভেতরে অনেকগুলো কাঠি একসঙ্গে
জ্বলে উঠলে ছোটখাটো বিস্ফোরণ হতে পারে, যা ছিটকে এসে লাগতে পারে কারো
চোখে-মুখে। এমনকি রান্না ঘরে রাখা কাপড় বা অন্যান্য জিনিসপত্রে এই আগুন
ছিটকে পড়তে পারে। ঘটে যেতে পারে অনেক বড় দুর্ঘটনা। এ ধরনের দুর্ঘটনা থেকে
মুক্ত থাকার জন্য অবশ্যই চুলার পাশে বা ওপরে ম্যাচ রাখা থেকে বিরত থাকুন।
No comments