ইইউ’র দূতদের বৈঠকে সঙ্কট উত্তরণের তাগিদ
রুটিন বৈঠকে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করলেন ইউরোপীয় ইউনিয়নের ঢাকায় নিযুক্ত প্রতিনিধি ও রাষ্ট্রদূতরা। গতকাল দিনের শুরুতে ঢাকাস্থ ইউরোপীয় ইউনিয়ন ডেলিগেশন প্রধান পিয়েরে মায়েদুনের গুলশানের বাসভবনের প্রায় দুই ঘণ্টা স্থায়ী হয় পর্যালোচনা বৈঠকটি। একাধিক কূটনৈতিক সূত্রে এ তথ্য মিলেছে। সূত্রমতে, ২৮ রাষ্ট্রের ইইউ জোটের ৭ রাষ্ট্রদূত ডেলিগেশন প্রধানের সঙ্গে নিয়মিতভাবেই এমন বৈঠক হয়। সেখানে ইইউ ও বাংলাদেশের স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়াদি আলোচনা হয়। তবে দূতদের নিজেদের মধ্যে ওই আলোচনা হলেও পরিবেশ-পরিস্থিতি এবং অত্যধিক গুরুত্বপূর্ণ ইস্যুগুলোর ওপর তাদের বাড়তি গুরুত্ব থাকে। বাংলাদেশে চলমান রাজনৈতিক সঙ্কট এবং সহিংস পরিস্থিতিতে ইইউসহ গোটা দুনিয়া উদ্বিগ্ন। ওই সঙ্কটের একটি শান্তিপূর্ণ সমাধানের লক্ষ্যে ইইউভুক্ত দেশের ঢাকাস্থ রাষ্ট্রদূত ও প্রতিনিধি, যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, জাপান, কোরিয়ার রাষ্ট্রদূতসহ ১৬ প্রভাবশালী কূটনীতিক উদ্যোগী হয়েছেন। তারা সরকার ও বিরোধী রাজনীতিক এবং সংশ্লিষ্ট স্টেক হোল্ডারের সঙ্গে ঘনিষ্ট যোগাযোগ রাখছেন। গ্রুপ ভিত্তিক এবং স্বতন্ত্রভাবে রাষ্ট্রদূতরা একটি গ্রহণযোগ্য সমাধানে প্রত্যাশায় সবাইকে নিরবচ্ছিন্নভাবে ‘উৎসাহ’ দিয়ে চলেছেন। গতকালের বৈঠকে সহিংস রাজনৈতিক পরিস্থিতিতে ইইউ’র উদ্বেগ পুনরুল্লেখ করার পাশাপাশি দূতরা সঙ্কট উত্তরণে কূটনৈতিক উদ্যোগ জোরালো হওয়ার প্রত্যাশা করেছেন। বৃটেন, ফ্রান্স, নেদারল্যান্ডস, ডেনমার্ক, ইতালি ও স্পেনের রাষ্ট্রদূত এবং জার্মানির চার্জ দ্য এফেয়ার্স বৈঠকে অংশ নেন বলে সূত্র নিশ্চিত করেছে।
No comments