প্রশ্নপত্র পরিবর্তন কেন?

চাকরিপ্রার্থীদের কাছে যন্তর–মন্তর ভবন বলে পরিচিত বাংলাদেশ সরকারি কর্মকমিশন ভবন আবার আলোচনায় এসেছে৷ নির্দিষ্ট সময় পরীক্ষা না নেওয়া, ভুল প্রশ্নে পরীক্ষা নেওয়া, প্রশ্নপত্র ফাঁস, প্রশ্নপত্র ফাঁসের পর অনুষ্ঠিত পরীক্ষা স্থগিত করতে বাধ্য হওয়া, ফলাফল প্রকাশ করার পর পুনর্মূল্যায়ন করে আবার প্রকাশ করা, মৌখিক পরীক্ষার সময় ব্যক্তিগত ও ধর্মীয় প্রশ্ন জিজ্ঞাসা করে পরীক্ষার্থীকে বিব্রত করা, নিয়োগের সময় নিয়ম লঙ্ঘনের অভিযোগ ইত্যাদি নিয়ে বেশ আগে থেকেই এই মহল আলোচনায় এসেছে৷ বিগত বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় নিজেদের কারণে প্রকাশিত ফলাফল পুনর্মূল্যায়ন করে পুনঃপ্রকাশ করতে হয় প্রতিষ্ঠানটির এবং তাতে রেকর্ডসংখ্যক পরীক্ষার্থীকে উত্তীর্ণ করিয়ে সমস্যা থেকে পরিত্রাণের পথ খোঁজে তারা৷ সব সময়ই পার পেয়ে গেছে এই মহল৷ সাধারণের কাছেও এই ভবন যন্তর-মন্তর ভবন নামে পরিচিতি পেয়েছে৷ এবার আলোচনার বিষয়: নতুন ধারার প্রশ্নপত্র৷ কিন্তু প্রশ্নপত্র পরিবর্তনে যে প্রকৃত সমস্যার সমাধান নেই, পিএসসি সেটা ভালোভাবেই জানে৷ জেনেও সাধারণের দৃষ্টি অন্য দিকে ঘোরানোর চেষ্টায় এই প্রশ্নপত্র পরিবর্তনের তাদের প্রস্তাব৷ সরকারি কর্মকমিশনের প্রধান কাজ হলো সৎ ও নিরপেক্ষভাবে পরীক্ষা নিয়ে প্রজাতন্ত্রের কর্মকর্তা হওয়ার যোগ্যদের নির্বাচন করে সরকারের কাছে চাকরি প্রদানের জন্য সুপারিশ করা৷ কিন্তু প্রতিষ্ঠানটির বিরুদ্ধে বারবার এই ‘নিরপেক্ষতা’ ভঙ্গের অভিযোগই উঠেছে, এই অভিযোগ থেকে মুক্তির চেষ্টা তারা করেনি৷ সমস্যা এখানেই৷ বিসিএস পরীক্ষার প্রশ্নপত্রের ধারা এর আগে বহুবার পরিবর্তন করা হয়েছে৷ আগে বাছাই বা প্রিলিমিনারি পরীক্ষাই ছিল না৷ দশম বিসিএস থেকে ১০০ নম্বরের প্রিলিমিনারি বা বাছাই পরীক্ষা অন্তর্ভুক্ত হয়৷ পরে প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্নকাঠামোও বদলানো হয়৷ তার পরে যুক্ত হয় দুটি ভুল উত্তরের জন্য ১ নম্বর কর্তনের ধারা৷ লিখিত পরীক্ষায়ও ১০০ নম্বরের বাংলা ও ইংরেজির বদলে আসে ২০০ নম্বর করে বাংলা ও ইংরেজি পরীক্ষা৷
আগে ৩০০ নম্বরের ঐচ্ছিক বিষয়ে পরীক্ষা হতো, পরে সেটাও বাদ যায়৷ সব বিষয় হয়ে যায় আবশ্যিক৷ মৌখিক পরীক্ষায় কখনো থাকে ২০০ নম্বর, কখনো ১০০ নম্বর৷ সম্প্রতি আবার ফিরে যাওয়া হয় ২০০ নম্বরে৷ এখন প্রিলিমিনারি পরীক্ষা ২০০ বা ৩০০ নম্বরে হবে বলে রব উঠেছে৷ পরীক্ষার প্রশ্নকাঠামোতে শুধু বদল আর বদল! যদি জিজ্ঞাসা করা যায়, প্রশ্নপত্রের এত বদলেও কি প্রশ্নমুক্ত হয়েছে সরকারি কর্মকমিশন? উত্তর, না৷ তাহলে এ কথা কি নিশ্চিত নয় যে প্রশ্নপত্রের কাঠামো বদলে সমস্যার সমাধান নেই৷ বিসিএস পরীক্ষায় প্রশ্নপত্রে প্রস্তাবিত নতুন ধারা এনে আমাদের তরুণসমাজকে আরও বেশি উদ্বিগ্নই করা হবে৷ প্রিলিমিনারি পরীক্ষাতে যদি সামান্যতমও লিখে উত্তর দেওয়ার প্রশ্ন অন্তর্ভুক্ত করা হয়, তবে জটিলতায় পড়বে পিএসসি নিজেই৷ এখন প্রায় দুই লাখ পরীক্ষার্থী প্রতি বিসিএস পরীক্ষায় অবতীর্ণ হবেন৷ তাঁদের লিখিত উত্তরপত্র মূল্যায়ন করবেন কারা এবং কত দিনে তাঁরা এই মূল্যায়ন করবেন? এ প্রশ্ন সর্বাগ্রে ভেবে দেখা উচিত৷ বাস্তবতা এই, দুই লাখ উত্তরপত্র মূল্যায়ন ও মূল্যায়ন-পরবর্তী কর্ম সমাধান করে ফলাফল প্রকাশ করতে পিএসসির দীর্ঘ সময় লেগে যাবে৷ এতে বাধাগ্রস্ত হবে পরবর্তী বিসিএস পরীক্ষা অনুষ্ঠান৷ আরেকটি বিষয় হলো, এই পরীক্ষাপদ্ধতি সামগ্রিক উচ্চশিক্ষায় বিরূপ ফল ফেলবে৷ শিক্ষার্থীরা যে যাঁর শৃঙ্খলার স্নাতক ডিগ্রি অর্জন করার আগেই চাকরির পরীক্ষার প্রস্তুতিতে অধিকতর সময় দিতে চাইবেন৷ তাঁরা চাইবেন যেনতেনভাবে ডিগ্রি অর্জন করে চাকরির পরীক্ষায় মনোযোগী হতে৷ তাঁরা বিশ্ববিদ্যালয়ের বদলে হবে কোচিংমুখী৷ এর ফলে নির্দিষ্ট বিষয়ে স্নাতক হলেও সেই বিষয়ে ভালোভাবে দক্ষতা অর্জন তাঁরা করবেন না৷
শুধু সার্টিফিকেট লাভের আশা থাকবে তাঁদের৷ শিক্ষাজগতে এর কুফল পড়বে নিশ্চিত৷ আবার যাঁরা প্রকৃতভাবে লেখাপড়া করে স্নাতক হতে চাইবেন, তাঁরা ডিগ্রি অর্জনের পর চাকরির পরীক্ষার জন্য আলাদা প্রস্তুতি নেবেন৷ এই প্রস্তুতিপর্বের কারণে তাঁদের শিক্ষাজীবন হবে প্রলম্বিত—এটিও কাম্য হতে পারে না৷ আমাদের প্রস্তাব, নতুন ধারার প্রশ্নকাঠামো স্থগিত করা হোক৷ প্রশ্নপত্র নিয়ে আপাতত আর নিরীক্ষা নয়৷ এ নিয়ে পিএসসি অনেক সভা-সেমিনার করেছে৷ যাঁরা এতে আমন্ত্রিত হয়ে অংশ নিয়েছেন, তাঁদের অনেকেরই সংশ্লিষ্ট বিষয়ে আগে থেকে চিন্তাভাবনা নেই৷ বাংলাদেশ সরকারি কর্মকমিশনকে তরুণসমাজের প্রত্যাশা বুঝতে হবে৷ তরুণসমাজের প্রত্যাশা মাত্র দুটি: প্রথম প্রত্যাশা হলো: প্রতিবছর জানুয়ারি মাসের মধ্যে বিসিএস পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করা হোক; আর দ্বিতীয় প্রত্যাশা হলো: নির্ভুল প্রশ্ন ও প্রশ্ন ফাঁসহীনভাবে প্রিলিমিনারি (ও অন্যান্য) পরীক্ষা অনুষ্ঠিত হোক৷ এতে যদি প্রতিটি পদের বিপরীতে প্রিলিমিনারি পরীক্ষা থেকে তিন বা চারজনকেও লিখিত পরীক্ষার জন্য আহ্বান করা হয়, তাতেও আপত্তি নেই কারও৷ প্রিলিমিনারি পরীক্ষায় হাজার হাজার পরীক্ষার্থী পাস করুক, এটা প্রকৃত পরীক্ষার্থীরাও চান না৷ প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ অল্পসংখ্যক পরীক্ষার্থীর লিখিত পরীক্ষার আয়োজন করা পিএসসির জন্য অসম্ভব ব্যাপার নয়৷ অনেক দিন হয়ে গেল, বাংলাদেশ সরকারি কর্মকমিশন পরবর্তী বিসিএস পরীক্ষা নেওয়ার বিজ্ঞপ্তি প্রচার করছে না৷ অনির্দিষ্টকালের জন্য বিসিএস পরীক্ষা প্রকারান্তরে বন্ধ থাকতে পারে না৷ বিদ্যমান জট খুলতে উদ্যোগী হতে হবে সরকারি কর্মকমিশনকেই৷
ড. সৌমিত্র শেখর: অধ্যাপক, বাংলা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়৷
scpcdu@gmail.com

No comments

Powered by Blogger.