চীনে মার্কিন ভূতাত্ত্বিকের আট বছরের কারাদণ্ড
চীনের একটি আদালত গতকাল সোমবার মার্কিন ভূতাত্ত্বিক জু ফেংকে আট বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন। চীনের তেলশিল্প-সংক্রান্ত তথ্য পাচার করায় তাঁকে এই দণ্ডাদেশ দেওয়া হয় বলে একজন মার্কিন কর্মকর্তা জানান। একটি মানবাধিকার সংস্থাও একই তথ্য জানায়।
বেইজিংয়ের এক নম্বর ইন্টারমিডিয়েট পিপলস কোর্টে জু ফেং দোষী বলে সাব্যস্ত হন। তাঁর বিরুদ্ধে চীনের তেলসংক্রান্ত বাণিজ্যিক তথ্য-উপাত্ত বিশদভাবে সংগ্রহ এবং তা কলোরাডো-ভিত্তিক প্রতিষ্ঠান আইএইচএস এনার্জির কাছে পাচারের অভিযোগ আনা হয়েছে। এই অভিযোগের ভিত্তিতে করা মামলার বিচারপ্রক্রিয়া দ্রুত শেষ করে তাঁকে এই দণ্ডাদেশ দেওয়া হয়।
মামলার রায় দেওয়ার সময় চীনে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত জন হান্টসম্যান আদালতে উপস্থিত ছিলেন। মার্কিন সরকারের উচ্চপর্যায়ের ব্যক্তিরা যে মামলার বিষয়ে অবগত, তা বোঝাতে তিনি আদালতে উপস্থিত থাকেন। রায় প্রদানের পর মার্কিন দূতাবাসের এক বিবৃতিতে মানবিক কারণে জুকে মুক্তি দিতে এবং তাঁকে শিগগির যুক্তরাষ্ট্রে পাঠাতে চীনের প্রতি আবেদন জানানো হয়।
জুর জন্ম চীনে। পড়াশোনা করেন যুক্তরাষ্ট্রের শিকাগো বিশ্ববিদ্যালয়ে। পরে তিনি মার্কিন নাগরিকত্ব লাভ করেন।
বেইজিংয়ের এক নম্বর ইন্টারমিডিয়েট পিপলস কোর্টে জু ফেং দোষী বলে সাব্যস্ত হন। তাঁর বিরুদ্ধে চীনের তেলসংক্রান্ত বাণিজ্যিক তথ্য-উপাত্ত বিশদভাবে সংগ্রহ এবং তা কলোরাডো-ভিত্তিক প্রতিষ্ঠান আইএইচএস এনার্জির কাছে পাচারের অভিযোগ আনা হয়েছে। এই অভিযোগের ভিত্তিতে করা মামলার বিচারপ্রক্রিয়া দ্রুত শেষ করে তাঁকে এই দণ্ডাদেশ দেওয়া হয়।
মামলার রায় দেওয়ার সময় চীনে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত জন হান্টসম্যান আদালতে উপস্থিত ছিলেন। মার্কিন সরকারের উচ্চপর্যায়ের ব্যক্তিরা যে মামলার বিষয়ে অবগত, তা বোঝাতে তিনি আদালতে উপস্থিত থাকেন। রায় প্রদানের পর মার্কিন দূতাবাসের এক বিবৃতিতে মানবিক কারণে জুকে মুক্তি দিতে এবং তাঁকে শিগগির যুক্তরাষ্ট্রে পাঠাতে চীনের প্রতি আবেদন জানানো হয়।
জুর জন্ম চীনে। পড়াশোনা করেন যুক্তরাষ্ট্রের শিকাগো বিশ্ববিদ্যালয়ে। পরে তিনি মার্কিন নাগরিকত্ব লাভ করেন।
No comments