প্যারাশুটে চেপে ৮০ কিমি পথ পাড়ি

রীতিমতো আটঘাট বেঁধে নেওয়া হচ্ছে প্রস্তুতি। লক্ষ্য- নতুন ইতিহাস গড়া। ঘণ্টায় ৩৫০ কিলোমিটার গতিতে ছুটছে রুশ এয়ারক্রাফট অ্যান্তোনভ এন-৭২। হঠাৎ খুলে গেল এয়ারক্রাফটের হ্যাচ। আগে থেকেই প্রস্তুত ৫ স্কাইডাইভার। একে একে শূন্যে ঝাঁপিয়ে পড়লেন তারা।

রুশ এই স্কাইডাইভাররা নিছক ঝাঁপ দেননি। এর মাধ্যমে ইতিহাসের অংশ হয়েছেন তারা। এই স্কাইডাইভে ৮০ কিলোমিটার পথ পাড়ি দেন তারা। এর আগে প্যারাশুটে চেপে এত দূরত্ব অতিক্রম করতে পারেনি কেউ।

রাশিয়ার রাষ্ট্রায়ত্ত প্রযুক্তি নির্মাণকারী সংস্থা রোস্টেক জানিয়েছে, মাইনাস ৫৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে ওই স্কাইডাইভাররা ১০ কিলোমিটার উচ্চতা থেকে ঝাঁপ দিয়েছেন। রাশিয়ার নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘দালনোলেত’ প্যারাশুট সিস্টেম ব্যবহার করেছেন তারা। এই প্যারাশুটে চেপে কোনো ইঞ্জিনের সহযোগিতা ছাড়াই ৮০ কিলোমিটার পথ পাড়ি দেওয়ার রেকর্ড গড়েন ডাইভাররা।

রোস্টেক জানায়, রাশিয়ার নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘দালনোলেত’ প্যারাশুট সিস্টেমের সাহায্যে প্যারাট্রুপাররা স্কাইডাইভ সম্পন্ন করেন। এটা সম্ভব করেছে নতুন প্রযুক্তির এই ‘দালনোলেত’ প্যারাশুট।

ধারণা করা হচ্ছে, নতুন এই প্যারাশুট সিস্টেম আকাশে ডাইভের ক্ষেত্রে নতুন এক অধ্যায়ের সূচনা করবে। এটি সবচেয়ে বেশি কাজে দেবে সামরিক ক্ষেত্রে। এছাড়া অ্যাডভেঞ্চার প্রেমিদের জন্যও এটা হবে অন্যতম আকর্ষণ। 

অ্যাডভেঞ্চারপ্রেমীদের কাছে প্যারাশুট ভ্রমণ খুবই আকর্ষণীয় একটি বিষয়। ছবি : সংগৃহীত
অ্যাডভেঞ্চারপ্রেমীদের কাছে প্যারাশুট ভ্রমণ খুবই আকর্ষণীয় একটি বিষয়। ছবি : সংগৃহীত

No comments

Powered by Blogger.