উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
হবিগঞ্জ
জেলার চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিনা মূল্যে সরকারি
স্বাস্থ্যসেবা পাওয়ার আশায় এসে পদে পদে মূল্য পরিশোধ করতে বাধ্য হন
ধনী-দরিদ্র, সচেতন-অচেতন—সবাই। চিকিৎসার্থে আসা রোগীদের বিভিন্ন ধরনের
পরীক্ষা-নিরীক্ষার পরামর্শ দিয়ে পাঠিয়ে দেওয়া হয় কমপ্লেক্স ঘিরে গড়ে ওঠা
ডায়াগনস্টিক সেন্টারে। স্বল্পমূল্যের সাধারণ ওষুধপত্র ও সদুপদেশে যেসব রোগ
সেরে ওঠার কথা, সেখানে এই রোগীর অর্থনৈতিক অবস্থা বিবেচনা না করেই দেওয়া হয়
টেস্টের বোঝা। পরে দেখা যায় এসব রিপোর্টের দিকে ফিরেও তাকান না
চিকিৎসকেরা। পুরো কমপ্লেক্সটি যেন ডায়াগনস্টিক সেন্টারের লিয়াজোঁ অফিস, আর
চিকিৎসক থেকে শুরু করে ঝাড়ুদার পর্যন্ত সবাই সেই সেন্টারের কর্মী! কোনো
কোনো চিকিৎসক ব্যক্তিমালিকানাধীন চিকিৎসাকেন্দ্রের প্রতি এতটা দায়বদ্ধ
থাকেন যে, অন্যত্র বদলি হওয়ার পরও বর্তমান কর্মস্থল ছাড়তে পারেন না। তারপর
আছে বিভিন্ন ওষুধ কোম্পানির প্রতিনিধিরা। তাঁদের দাপটে রোগীদের কমপ্লেক্সে
ঢোকাই দায়। ফলে সবাই মিলে এখানে গরিব রোগীদের পকেট কাটার ব্যবস্থা
করেছে। এভাবে একটি স্বাস্থ্য কমপ্লেক্স চলতে পারে না। আশা করি, সরকার
বিষয়টিতে নজর দেবে।
No comments