রাজনৈতিকভাবে মিথ্যা মামলা মোকাবেলা করা হবে মওদুদ
বিরোধী দলের নেতাকর্মীদের নামে একের পর এক মিথ্যা মামলা দায়েরের মাধ্যমে সরকার অযথা হয়রানি নির্যাতন করছে বলে অভিযোগ প্রধান বিরোধী দল বিএনপির।
সরকারের ছত্রছায়ায় দায়ের করা এসব মিথ্যা মামলা রাজনৈতিকভাবেই মোকাবেলা করা হবে হুঁশিয়ার করে দিয়েছে বিরোধী দল বিএনপির নেতারা। স্থায়ী কমিটির সদস্য ও সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমেদ বলেছেন, সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী নিজে স্বীকার করেছেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে। এই অযোগ্য স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ করা উচিত। তিনি বলেন, আওয়ামী লীগ সরকার গত এক বছরে কোন নির্বাচনী প্রতিশ্রম্নতি বাসত্মবায়ন করতে ব্যর্থ হয়েছে। প্রতিশ্রম্নতি ভঙ্গকারী সরকারের বিরম্নদ্ধে শীঘ্রই আন্দোলনের কর্মসূচী ঘোষণা করবেন দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া।মঙ্গলবার বিকেলে নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ছাত্রদল আয়োজিত বিৰোভ প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার মওদুদ আহমেদ এসব কথা বলেন। ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি শহীদুল ইসলাম বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন বিএনপির সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, সংসদের বিরোধী দলের চীফ হুইপ জয়নুল আবদীন ফারম্নক, আবুল খায়ের ভুঁইয়া এমপি, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি এমপি, যুবদলের সাংগঠনিক সম্পাদক খায়রম্নল কবির খোকন, ব্যারিস্টার নাসির উদ্দিন অসীম, শিরিন সুলতানা, সাবেক ছাত্রদল নেতা আজিজুল বারী হেলাল ও বর্তমান ছাত্রদলের সাধারণ সম্পাদক আমিরম্নল ইসলাম খান আলিম প্রমুখ।
ব্যারিস্টার মওদুদ আহমেদ বলেন, দিনবদলের কথা বলে ৰমতায় এসে আওয়ামী লীগ সরকার অতীতের মতো প্রতিহিংসার রাজনীতি শুরম্ন করেছে। এ জন্যই বিরোধী দলের নেতাকর্মীর নামে মিথ্যা মামলা দায়ের করে হয়রানি করছে। কিন্তু সরকারী দলের নেতাকর্মীর নামের একই মামলা প্রত্যাহার করেছে সরকার। তিনি বলেন, একদিকে বিরোধী দলকে সংসদে যাওয়ার আহ্বান জানাচ্ছে, অন্যদিকে বিএনপি নেতাকর্মীদের গ্রেফতার করে হয়রানি নিযর্াতন করছে সরকার। আরেক দিকে বেগম খালেদা জিয়াকে তাঁর বাড়ি থেকে উচ্ছেদের পাঁয়তারা করছে সরকার। জিয়াউর রহমানের নাম মুছে ফেলার পাশাপাশি প্রতিদিন জাতীয় সংসদে জিয়া সম্পর্কে নেতিবাচক বক্তব্য দেয়া হচ্ছে।
ভারতের সঙ্গে বর্তমান সরকার দেশবিরোধী চুক্তি করেছে উলেস্নখ করে ব্যারিস্টার মওদুদ আহমেদ বলেন, এই সরকারের বিরম্নদ্ধে আন্দোলন ছাড়া বিকল্প কিছু নেই। ছাত্রদল নেতাকর্মীদের উদ্দেশে ব্যারিস্টার মওদুদ আহমেদ বলেন, আপনাদের ওপর এই সরকার মামলা করবেই। মামলাকে ভয় পেলে চলবে না। সরকার যত মামলা দেবে সব মামলাই আইনীগতভাবে মোকাবেলা করা হবে। পাশাপাশি সরকারের সকল ষড়যন্ত্র রাজনৈতিকভাবে মোকাবেলা করা হবে জানান তিনি। রাজপথে আন্দোলন, আলোচনাসভা, সেমিনারসহ বিভিন্ন কর্মসূচীতে ছাত্রদল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে আসার আহ্বান জানিয়ে ব্যারিস্টার মওদুদ আহমেদ বলেন, এই সরকারের অন্যায় অত্যাচার নির্যাতনের বিরম্নদ্ধে রম্নখে দাঁড়ানোর সময় ছাত্রদলের নেতার ওপর হামলার তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন,সুলতান সালাহউদ্দিন টুকুর ওপর ছাত্রলীগ ক্যাডাররা হামলা করেছে। অথচ ছাত্রদলের নেতাকর্মীর নামে মিথ্যা মামলা দায়ের করা হয়। অবিলম্বে এই ঘটনার প্রকৃত ঘটনা উদ্ঘাটন করে ছাত্রদল নেতাকর্মীর নামের মামলা প্রত্যাহারের দাবি জানান তিনি। একই সঙ্গে সমাবেশে বক্তারা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রদলের সভাপতির ওপর হামলার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচারের পদত্যাগ ও জড়িতদের গ্রেফতার ও বিচার দাবি করেন।
No comments