এফবিসিসিআই ফাউন্ডেশনের ৭ হাজার লোক নিয়োগ শুরম্ন

 চাকরি পেতে কোন শিাগত যোগ্যতা প্রয়োজন হবে না_এমন শর্তে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই ফাউন্ডেশন কর্মসংস্থান প্রকল্পে ৭ হাজার লোকের নিয়োগ প্রক্রিয়া শুরম্ন করেছে। বেকারী শিল্প প্রতিষ্ঠান এবং রেসত্মরাঁয় অর্ধশিতি ও অশিতি বেকার পুরম্নষ ও মহিলাদের নিয়োগ করা হবে। একই সঙ্গে অষ্টম শ্রেণী পাস এমন পুরম্নষদের সাইবার কাফে সিস্টেম সাপোর্ট এ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হবে।
এফবিসিসিআই সূত্রে জানা গেছে, চাকরিপ্রার্থীদের ৬ মাস শিানবিস সময়ে প্রশিণ দেয়া হবে। প্রশিণকালীন বেকারী শিল্পে পুরম্নষের বেতন হবে মাসিক ১৫শ' টাকা। অন্যান্য সুবিধার মধ্যে বিনামূল্যে নাসত্মাসহ দুই বেলা খাওয়া, বাসস্থান, চিকিৎসা ও চুলকাটা প্রভৃতি সুবিধা। প্রশিণকালীন মহিলাদের বেতন হবে ৪ হাজার টাকা। বিনামূল্যে নাসত্মাসহ দু'বেলা খাবার। প্রশিণ শেষে বেকারী শিল্পে পুরম্নষদের জন্য মাসিক বেতন দাঁড়াবে সবের্াচ্চ দুই হাজার টাকা। এর সঙ্গে বিনামূল্যে নাসত্মাসহ দুই বেলা খাবার, বাসস্থান, চিকিৎসা, চুলকাটা প্রভৃতি সুবিধা দেয়া হবে। পাশাপাশি মহিলাদের বেতন দাঁড়াবে চার হাজার টাকা। অন্যান্য সুবিধার মধ্যে বিনামূল্যে নাসত্মাসহ দু'বেলা খাবার। প্রাথমিক অবস্থায় বেকারী শিল্পে আড়াই শ' মহিলাকে নিয়োগ দেয়া হবে।
রেসত্মরাঁয় প্রশিণকালীন পুরম্নষদের মাসিক বেতন হবে দেড় হাজার টাকা। অন্যান্য সুবিধার মধ্যে বিনামূল্যে নাসত্মাসহ দু'বেলা খাবার, বাসস্থান, চিকিৎসা থাকবে। প্রশিণ শেষে মাসিক বেতন হবে ১৮শ' টাকা। অন্যান্য সুবিধার মধ্যে বিনামূল্যে থাকা, খাওয়া ও চিকিৎসা ব্যবস্থা থাকবে।
সাইবার কাফে সিস্টেম সাপোর্ট এ্যাসিস্ট্যান্ট পদে প্রাথমিকভাবে ৩শ' থেকে ৫শ' লোক নিয়োগ করা হবে। প্রশিণকালীন মাসিক বেতন হবে আড়াই হাজার টাকা। অন্য কোন সুবিধা নেই। প্রশিণ শেষে বেতন দাঁড়াবে ৩ হাজার টাকা।
এ প্রকল্পের আওতায় চাকরি গ্রহণের জন্য আগ্রহী প্রাথর্ীকে ব্যবস্থাপনা পরিচালক এফবিসিসিআই ফাউন্ডেশন ফেডারেশন ভবন ৬০ মতিঝিল বাণিজ্যিক এলাকা ঢাকা থেকে সরাসরি নির্ধারিত ফরম কিনে আবেদন করতে হবে। এছাড়া ঢাকার বাইরে জেলা পর্যায়ে স্ব স্ব স্থানীয় জেলা চেম্বার বা এ্যাসোসিয়েশনের মাধ্যমে আবেদন করতে হবে।
দেশে বেকার সমস্যা সমাধানের জন্য এফবিসিসিআই ফাউন্ডেশন কর্মসংস্থান প্রকল্প ও এক পরিবার এক ব্যবসায়ী প্রকল্প হাতে নিয়েছে। এ ব্যবস্থায় ১৮ বয়সোর্ধ বেকার যুবক ও মহিলারা আবেদন করতে পারবে। আবেদনপত্রের সঙ্গে প্রার্থীকে দুই কপি ছবি, জাতীয় পরিচয়পত্র (ন্যাশনাল আইডি কার্ড) অনুলিপি অথবা স্থানীয় পৌর, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের নাগরিক সনদপত্র এবং চারিত্রিক সনদপত্র প্রদান করতে হবে।

No comments

Powered by Blogger.