রাজশাহী কেন্দ্রীয় কারাগারে ফাঁসির মঞ্চ প্রস্তুত- নিরাপত্তা জোরদার

 রাজশাহী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যা মামলার রায় কার্যকরকে সামনে রেখে দেশের যেসব কেন্দ্রীয় কারাগারে ফাঁসি কার্যকরের ব্যবস্থা রয়েছে সেখানে ফাঁসির মঞ্চ প্রস্তুত রাখা হয়েছে।
এই প্রক্রিয়ার অংশ হিসেবে রাজশাহী কেন্দ্রীয় কারাগারেও ফাঁসির মঞ্চ প্রস্তুত রয়েছে বলে জানা গেছে। তবে কারা কতর্ৃপরে একটি দায়িত্বশীল সূত্র এই প্রস্তুতিকে স্বাভাবিক প্রক্রিয়া বলে অভিহিত করেছে। এদিকে দেশের সব কারাগারে রেড এ্যালার্ট জারির অংশ হিসেবে রাজশাহী কেন্দ্রীয় কারাগারেও তিন মাস আগে রেড এ্যালার্ট জারি করা হয়েছে। জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।
জানা গেছে, রাজশাহী কেন্দ্রীয় কারাগারে রয়েছে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব অসমের (উলফা) সাধারণ সম্পাদক অনুপ চেটিয়া। তার কারণেই রাজশাহী কেন্দ্রীয় কারাগারের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ইতোমধ্যে জাতির জনক বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সদস্যদের বর্বর হত্যাকা-ে জড়িত ১৫ আগস্টের খুনীদের ফাঁসির রায় কার্যকরের সময় ঘনিয়ে আসছে। দেশের সকল কেন্দ্রীয় কারাগারের মতো রাজশাহী কেন্দ্রীয় কারাগারেও ফাঁসির রায় কার্যকরের পূর্ণ প্রস্তুতি রাখা হয়েছে। যাতে নূন্যতম সময়ের মধ্যে ফাঁসির রায় কার্যকর করা যায়। মঙ্গলবার পর্যনত্ম রাজশাহী কেন্দ্রীয় কারাগারে ফাঁসি কার্যকরের জন্য কোন জলস্নাদ নিয়োগ করা হয়নি বলে কারা সূত্র নিশ্চিত করেছে। তবে কারাগারের ভেতরে ও বাইরে অস্ত্রধারী কারারীদের সতর্ক অবস্থায় রাখা হয়েছে। রাজশাহী কেন্দ্রীয় কারাগারের ধারণমতা ১২৭৭ জনের স্থলে সোমবার বন্দী ছিল ২১৫০। এর মধ্যে হাজতি (যাদের সাজা হয়নি) ১২০০ জন এবং কয়েদি (যাদের সাজা হয়েছে) ৯৫০ জন। রাজশাহী কেন্দ্রীয় কারাগারের একমাত্র প্রথম শ্রেণীর বন্দী উলফা নেতা অনুপ চেটিয়া।

No comments

Powered by Blogger.