বাণিজ্যমেলার সময় সাত দিন বাড়ল

পঞ্চদশ ঢাকা আনত্মর্জাতিক বাণিজ্যমেলা (ডিআইটিএফ)-২০১০-এর সময় সাত দিন বাড়ানো হয়েছে। বাণিজ্যমন্ত্রী ফারম্নক খানের অনুমোদনক্রমে মেলার এ সময়সীমা বাড়ানো হয়েছে।
মাসব্যাপী এ মেলা ৩১ জানুয়ারি সমাপ্ত হওয়ার কথা থাকলেও তা এখন ৭ ফেব্রম্নয়ারি শেষ হবে। মেলায় অংশগ্রহণকারী ব্যবসায় প্রতিষ্ঠানসমূহের আবেদন এবং জনসাধারণের বিপুল আগ্রহ ও উদ্দীপনার প্রেৰিতে এ সিদ্ধানত্ম গ্রহণ করা হয়েছে।_তথ্য বিবরণী।

মগবাজারে বাসচাপায় সাংবাদিকের মৃতু্য, কদমতলীতে কিশোর শ্রমিককে পিটিয়ে হত্যা
স্টাফ রিপোর্টার রাজধানীর কদমতলীতে এক কিশোর শ্রমিককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। মগবাজার চৌরাসত্মায় বাস চাপায় এক সাংবাদিক নিহত হয়েছেন। মঙ্গলবার পুলিশ ও মেডিক্যাল সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, সোমবার রাত সাড়ে ১২টায় কদমতলী থানাধীন মিরাজনগর এলাকার বি বস্নকের ৩ নম্বর রোডের বাড়ি থেকে মোঃ সাগর হোসেনকে (২০) রক্তাক্ত অচেতন অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে আনে স্বজনরা। এ সময় কর্তব্যরত ডাক্তার সাগর হোসেনকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠায়। পুলিশ জানায়, নিহত সাগর হোসেনের সারা শরীরে পেটানোর আঘাতে লালচে দাগ রয়েছে। ধারণা করা হচ্ছে, তাঁকে পিটিয়ে হত্যা করা হয়েছে। নিহতের মা সুফিয়া বেগম জানান, সোমবার রাত সাড়ে ১২টায় সাগর কর্মস্থল পুরনো ঢাকার সিদ্দিকবাজার থেকে রক্তাক্ত আহত অবস্থায় কদমতলীর বাসায় এসে জ্ঞান হারিয়ে ফেলে। ওরা আমার ছেলে সাগরকে পিটিয়ে হত্যা করেছে। এ ব্যাপারে মামলার তদনত্মকারী কর্মকর্তা কদমতলী থানার এসআই জনকণ্ঠকে জানান, নিহত সাগরের সারা শরীরের আঘাতের লালচে দাগ রয়েছে। ময়নাতদনত্মের পর আসল ঘটনা জানা যাবে। নিহতের পিতার নাম ফরহাদ হোসেন। ৩ ভাইয়ের মধ্যে সে মেজ।
এদিকে স্থানীয় সূত্র থেকে জানা গেছে, মঙ্গলবার বিকেল ৩টায় মগবাজার চৌরাসত্মায় হোন্ডাযোগে (ঢাকা মেট্রো হ-২১-৯৭৪৮) যাচ্ছিলেন মাহবুব আলী (২৮)। এ সময় দ্রম্নতগামী লাব্বায়েক পরিবহন নামে একটি বাস হোন্ডাটি চাপা দেয়। পরে গুরম্নতর আহত মাহবুব আলীকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে দু'ঘণ্টা মৃতু্যর সঙ্গে লড়ে তাঁর মৃতু্য ঘটে। নিহতের পরিবার জানায়, নিহত মাহবুব আলী নিউ এজ পত্রিকার সাব-এডিটর। গত বছর তিনি এমএ পাস করেন। তিনি কলাবাগান থানাধীন কাঁঠালবাগানের ২৮০ নম্বর বাড়িতে সপরিবারে বসবাস করতেন।

No comments

Powered by Blogger.