ব্রাজিলকে পেয়ে খুশি ফন ডার ভার্ট
একমাত্র দেশ হিসেবে খেলেছে সব কটি বিশ্বকাপ। সাতবার ফাইনালে খেলে পাঁচবারই জিতেছে শিরোপা। বিশ্বের সেরা পরাশক্তি ব্রাজিলকে সমীহ করা, বিশ্বকাপ-মঞ্চে সাম্বাদের এড়িয়ে যাওয়া—এসব প্রার্থনা করে সবাই। ফন ডার ভার্ট সেখানে দারুণ ব্যতিক্রম। তিনি কিনা ব্রাজিলকে শেষ আটে পেয়ে খুশিই!
আজ পোর্ট এলিজাবেথে কোয়ার্টার ফাইনালে হল্যান্ডের প্রতিপক্ষ দুঙ্গা-কাকাদের ব্রাজিল। ব্রাজিলকে পেয়ে তৃপ্তির ঢেঁকুরই তুলছেন হল্যান্ডের মিডফিল্ডার ফন ডার ভার্ট। কারণ তাঁর দৃষ্টিতে ব্রাজিল নয়, শিরোপার প্রশ্নে ম্যারাডোনার আর্জেন্টিনা আর ভিসেন্তে দেল বস্কের স্পেনই পরিষ্কার ফেবারিট। ব্রাজিল ‘মহারণে’ নামার আগে জার্মান সংবাদ সংস্থা ডিপিএকে তিনি বলেছেন, ‘বিশ্বকাপে আর্জেন্টিনা এবং স্পেনই ফেবারিট।’
২৭ বছর বয়সী অ্যাটাকিং মিডফিল্ডার ফন ডার ভার্ট খেলেন রিয়াল মাদ্রিদে। সেখানে ম্যারাডোনার প্রধান গোলমেশিন গঞ্জালো হিগুয়েইন তাঁর সতীর্থ। ক্লাব সতীর্থ বিশ্বমঞ্চেও ভালো খেলছেন, ইতিমধ্যেই করেছেন ৪ গোল। হিগুয়েইনের এই সাফল্যে ফন ডার ভার্ট দারুণ খুশি, ‘আর্জেন্টিনা বিশ্বের অন্যতম সেরা দল। আমি পাপার (হিগুয়েইন) জন্য খুশি যে তারা (আর্জেন্টিনা) ভালো করছে।’
২০০৪ ও ২০০৮-এর ইউরো এবং ২০০৬ বিশ্বকাপ খেলা এই মিডফিল্ডার খেলেছেন গ্রুপ পর্বের তিনটি ম্যাচই। কিন্তু মাংসপেশিতে চোট পাওয়ায় স্লোভাকিয়ার বিপক্ষে দ্বিতীয় রাউন্ডের ম্যাচে ছিলেন দর্শক। আশা করছেন, সুস্থ হয়ে ব্রাজিলের বিপক্ষে ঠিকই খেলতে পারবেন তিনি।
ফন ডার ভার্ট ফেরা মানেই একাদশ নির্বাচনে কোচ ফন ডার মারউইকের মধুর বিড়ম্বনা। ওয়েসলি স্নাইডার, আরিয়েন রোবেন, ডির্ক কিউট এবং ফন ডার ভার্ট—এই চারজনের মধ্য থেকে মারউইককে বেছে নিতে হবে তিনজনকে। কাকে বসাবেন কোচ?
চার ম্যাচের চারটিতেই জয়। তবে ০-২ গোলে হারলেও স্লোভাকিয়া লড়াই করে গেছে শেষ পর্যন্ত। ভার্টও স্বীকার করেছেন, স্লোভাকিয়ার ম্যাচটি কঠিন ছিল। কোয়ার্টার ফাইনাল নিয়ে তাই সতর্ক ৮১ ম্যাচের অভিজ্ঞতাসম্পন্ন এই মিডফিল্ডার, ‘আমাদের আরও উন্নতি করতে হবে, বিশেষ করে আক্রমণে।’
আজ পোর্ট এলিজাবেথে কোয়ার্টার ফাইনালে হল্যান্ডের প্রতিপক্ষ দুঙ্গা-কাকাদের ব্রাজিল। ব্রাজিলকে পেয়ে তৃপ্তির ঢেঁকুরই তুলছেন হল্যান্ডের মিডফিল্ডার ফন ডার ভার্ট। কারণ তাঁর দৃষ্টিতে ব্রাজিল নয়, শিরোপার প্রশ্নে ম্যারাডোনার আর্জেন্টিনা আর ভিসেন্তে দেল বস্কের স্পেনই পরিষ্কার ফেবারিট। ব্রাজিল ‘মহারণে’ নামার আগে জার্মান সংবাদ সংস্থা ডিপিএকে তিনি বলেছেন, ‘বিশ্বকাপে আর্জেন্টিনা এবং স্পেনই ফেবারিট।’
২৭ বছর বয়সী অ্যাটাকিং মিডফিল্ডার ফন ডার ভার্ট খেলেন রিয়াল মাদ্রিদে। সেখানে ম্যারাডোনার প্রধান গোলমেশিন গঞ্জালো হিগুয়েইন তাঁর সতীর্থ। ক্লাব সতীর্থ বিশ্বমঞ্চেও ভালো খেলছেন, ইতিমধ্যেই করেছেন ৪ গোল। হিগুয়েইনের এই সাফল্যে ফন ডার ভার্ট দারুণ খুশি, ‘আর্জেন্টিনা বিশ্বের অন্যতম সেরা দল। আমি পাপার (হিগুয়েইন) জন্য খুশি যে তারা (আর্জেন্টিনা) ভালো করছে।’
২০০৪ ও ২০০৮-এর ইউরো এবং ২০০৬ বিশ্বকাপ খেলা এই মিডফিল্ডার খেলেছেন গ্রুপ পর্বের তিনটি ম্যাচই। কিন্তু মাংসপেশিতে চোট পাওয়ায় স্লোভাকিয়ার বিপক্ষে দ্বিতীয় রাউন্ডের ম্যাচে ছিলেন দর্শক। আশা করছেন, সুস্থ হয়ে ব্রাজিলের বিপক্ষে ঠিকই খেলতে পারবেন তিনি।
ফন ডার ভার্ট ফেরা মানেই একাদশ নির্বাচনে কোচ ফন ডার মারউইকের মধুর বিড়ম্বনা। ওয়েসলি স্নাইডার, আরিয়েন রোবেন, ডির্ক কিউট এবং ফন ডার ভার্ট—এই চারজনের মধ্য থেকে মারউইককে বেছে নিতে হবে তিনজনকে। কাকে বসাবেন কোচ?
চার ম্যাচের চারটিতেই জয়। তবে ০-২ গোলে হারলেও স্লোভাকিয়া লড়াই করে গেছে শেষ পর্যন্ত। ভার্টও স্বীকার করেছেন, স্লোভাকিয়ার ম্যাচটি কঠিন ছিল। কোয়ার্টার ফাইনাল নিয়ে তাই সতর্ক ৮১ ম্যাচের অভিজ্ঞতাসম্পন্ন এই মিডফিল্ডার, ‘আমাদের আরও উন্নতি করতে হবে, বিশেষ করে আক্রমণে।’
No comments