জাতিগত বিদ্বেষ: ইসরায়েলের দুই রাজনীতিক নিষিদ্ধ
আরবদের
বিরুদ্ধে জাতিগত বিদ্বেষ ছড়ানোর দায়ে ইসরায়েলের ডানপন্থি রাজনৈতিক দল
জিউস পাওয়ারের দুই রাজনীতিবিদকে আগামী নির্বাচনে নিষিদ্ধ করেছে দেশটির
আদালত৷
বেনি গোপস্টাইন ও বারুখ মার্জেল এর বিরুদ্ধে আদালতে আরবদের নিয়ে জাতিগত বিদ্বেষ ছড়ানোর অভিযোগ আনে দেশটির বেশ কয়েকটি বামপন্থি রাজনৈতিক দল৷
বেনি গোপস্টাইন দেশটির লেভা নামের একটি সংস্থার প্রধান৷ এ সংস্থাটি ইহুদিদের সঙ্গে ভিন্ন ধর্মাবলম্বীদের বিয়ে ও ইসরায়েলে ফিলিস্তিনি এবং আরবদের অবস্থানসহ নানা ইস্যু নিয়ে আন্দোলন করে থাকে৷ আর বারুখ মার্জেল দেশটির কট্টরপন্থি রাজনীতিবিদ রাব্বি মেইর কাহারনের ডানহাত হিসেবে পরিচিত৷
আগামী ১৭ সেপ্টেম্বর দেশটির জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা৷ আদালতের এ রায়ের ফলে এ দুই রাজনীতিবিদ এ নির্বাচনে অংশ নিতে পারছেন না৷
উল্লেখ্য, জিউস পাওয়ার হলো ইসরায়েলের একটি কট্টর ডানপন্থি রাজনৈতিক সংগঠন, যেটি আরব-বিরোধী ও উগ্র জাতীয়তাবাদ ধারায় বিশ্বাস করে৷ দলটির অন্যান্য রাজনৈতিক দাবির মধ্যে রয়েছে পশ্চিমতীরকে ইসরায়েলের সঙ্গে যুক্ত করা, ইসরায়েলে বসবাসরত আরবদের পাশ্ববর্তী দেশে স্থানান্তর, এবং ইসরায়েলে রাষ্ট্রীয়ভাবে ধর্মীয় আইন চালু করা৷
কট্টরপন্থি রাজনীতিবিদ রাব্বি মেইর কাহারনের দল কাখ পার্টি থেকেই জিউস পাওয়ার নামের এ দলটির জন্ম হয়৷
এপ্রিলে দেশটিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল৷ নির্বাচনে বেনিয়ামিন নেতানিয়াহু পুননির্বাচিত হলেও দেশটির সংসদের সংবিধানিক ধারা মেনে নেতানিয়াহু সরকার গঠন করতে ব্যর্থ হন৷ ফলে আগামী ১৭ সেপ্টেম্বর পুননির্বাচনের তারিখ ঘোষণা করা হয়৷
বেনি গোপস্টাইন ও বারুখ মার্জেল এর বিরুদ্ধে আদালতে আরবদের নিয়ে জাতিগত বিদ্বেষ ছড়ানোর অভিযোগ আনে দেশটির বেশ কয়েকটি বামপন্থি রাজনৈতিক দল৷
বেনি গোপস্টাইন দেশটির লেভা নামের একটি সংস্থার প্রধান৷ এ সংস্থাটি ইহুদিদের সঙ্গে ভিন্ন ধর্মাবলম্বীদের বিয়ে ও ইসরায়েলে ফিলিস্তিনি এবং আরবদের অবস্থানসহ নানা ইস্যু নিয়ে আন্দোলন করে থাকে৷ আর বারুখ মার্জেল দেশটির কট্টরপন্থি রাজনীতিবিদ রাব্বি মেইর কাহারনের ডানহাত হিসেবে পরিচিত৷
আগামী ১৭ সেপ্টেম্বর দেশটির জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা৷ আদালতের এ রায়ের ফলে এ দুই রাজনীতিবিদ এ নির্বাচনে অংশ নিতে পারছেন না৷
উল্লেখ্য, জিউস পাওয়ার হলো ইসরায়েলের একটি কট্টর ডানপন্থি রাজনৈতিক সংগঠন, যেটি আরব-বিরোধী ও উগ্র জাতীয়তাবাদ ধারায় বিশ্বাস করে৷ দলটির অন্যান্য রাজনৈতিক দাবির মধ্যে রয়েছে পশ্চিমতীরকে ইসরায়েলের সঙ্গে যুক্ত করা, ইসরায়েলে বসবাসরত আরবদের পাশ্ববর্তী দেশে স্থানান্তর, এবং ইসরায়েলে রাষ্ট্রীয়ভাবে ধর্মীয় আইন চালু করা৷
কট্টরপন্থি রাজনীতিবিদ রাব্বি মেইর কাহারনের দল কাখ পার্টি থেকেই জিউস পাওয়ার নামের এ দলটির জন্ম হয়৷
এপ্রিলে দেশটিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল৷ নির্বাচনে বেনিয়ামিন নেতানিয়াহু পুননির্বাচিত হলেও দেশটির সংসদের সংবিধানিক ধারা মেনে নেতানিয়াহু সরকার গঠন করতে ব্যর্থ হন৷ ফলে আগামী ১৭ সেপ্টেম্বর পুননির্বাচনের তারিখ ঘোষণা করা হয়৷
No comments