ইসরাইলে দুই ধর্মের মানুষ দুই রকম আইন : মার্কিন রাষ্ট্রদূত

তেল আবিবে মার্কিন রাষ্ট্রদূত ড্যানিয়েল শাপিরো বলেছেন, ইসরাইলে যে কোনো অপরাধে ফিলিস্তিনিদের জন্য কঠোর ব্যবস্থা ও ইসরাইলিদের প্রতি নমনীয় মনোভাব দেখে মনে হয় দুই ধর্মের মানুষের জন্য দুই রকম আইন আছে দেশটিতে। এদিকে ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে বলা হয়েছে, ইউরোপে আসা ইসরাইলি পণ্যে পরিষ্কারভাবে লেখা থাকতে হবে তা অবরুদ্ধ পশ্চিম তীরে উৎপাদিত কিনা। এসবের মধ্যে ইসরাইলের পশ্চিম তীরে এক নারীকে ছুরিকাঘাতের দায়ে এক ফিলিস্তিনিকে গুলি করেছে পুলিশ। অবরুদ্ধ পশ্চিম তীরে ইসরাইলের দমন-পীড়ন ও নির্যাতনের কারণে যেন দেয়ালে পিঠ ঠেকে গেছে ফিলিস্তিনিদের। ধরা পড়লে মৃত্যু অনিবার্য জেনেও ইসরাইলিদের ওপর ছুরিকাঘাত করছে তারা। এ যেন এক আন্দোলনে রূপ নিয়েছে। সবশেষ সোমবার এক নারীকে ছুরিকাঘাতের পর নিরাপত্তাবাহিনী গুলি করে এক ফিলিস্তিনি যুবককে।
গত অক্টোবর থেকে এ পর্যন্ত ২৭ জন ইসরাইলি ফিলিস্তিনিদের হাতে ছুরিকাঘাত অথবা গুলিতে মারা গেছে। অন্যদিকে একই সময়ে ইসরাইলি বাহিনীর হাতে নিহত হয়েছে অন্তত ১৫৫ জন ফিলিস্তিনি। এ অবস্থায় দুই ধর্মের মানুষের জন্য দুই রকম নীতির সমালোচনা করেছেন ইসরাইলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যানিয়েল শাপিরো। পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর ইসরাইলি বাহিনীর দমন-পীড়নের সমালোচনা করে তেল আবিব বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তাবিষয়ক এক সম্মেলনে বক্তব্য রাখেন তিনি। ড্যানিয়েল বলেন, ‘পশ্চিম তীরের পুলিশ বাহিনী দুই নীতি মেনে চলে বলে মনে হয় আমার কাছে। ইসরাইলিদের জন্য এক রকম, ফিলিস্তিনিদের জন্য আরেক রকম। ফিলিস্তিনিদের ওপর ক্রমাগত হামলার কোনো সুষ্ঠু তদন্ত হয় না।’ অবরুদ্ধ পশ্চিম তীরে রোববার ঘরে ঢুকে যে নারীকে হত্যা করা হয়েছিল তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়েছে সোমবার। অপরাধীকে আটক করার অঙ্গীকার করেছেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।

No comments

Powered by Blogger.