ফিলিস্তিনকে স্বীকৃতি দিচ্ছে ইইউভুক্ত দেশ সুইডেন
ফিলিস্তিনকে স্বীকৃতি দিচ্ছে সুইডেনের
নতুন সরকার। ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর মধ্যে প্রথম ফিলিস্তিনকে
স্বীকৃতি দিতে যাচ্ছে দেশটি।
সুইডেনের প্রধানমন্ত্রী স্টিফেন লোভেন শুক্রবার পার্লামেন্টে তার উদ্বোধনী ভাষণে বলেন, ইসরাইল-ফিলিস্তিন দ্বন্দ্ব আন্তর্জাতিক আইনানুসারে শুধু দুটি রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমেই সমাধান হতে পারে। আর এটি করতে হলে দরকার পারস্পরিক স্বীকৃতি ও শান্তিপূর্ণ সহাবস্থান। সেজন্য সুইডেন ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে। তবে কখন অথবা কীভাবে স্বীকৃতি দেয়া হবে তা বলেননি তিনি।
হাঙ্গেরি, স্লোভাকিয়া ও রোমানিয়ার মতো কিছু দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দিলেও তা ছিল ইউরোপিয়ান ইউনিয়নে যোগ দেয়ার আগে।
ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী রিয়াদ মালকি সুইডেনের এ ঘোষণাকে স্বাগত জানিয়েছেন। সুইডেনের মতো ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে ইউরোপের অন্যান্য দেশগুলোর প্রতি আহ্বান জানান তিনি।
অন্যদিকে মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র জেন সাকিয়া সুইডেনের এ ঘোষণাকে ‘অপরিপক্ক’ বলে আখ্যায়িত করেছেন।
সুইডেনের প্রধানমন্ত্রী স্টিফেন লোভেন শুক্রবার পার্লামেন্টে তার উদ্বোধনী ভাষণে বলেন, ইসরাইল-ফিলিস্তিন দ্বন্দ্ব আন্তর্জাতিক আইনানুসারে শুধু দুটি রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমেই সমাধান হতে পারে। আর এটি করতে হলে দরকার পারস্পরিক স্বীকৃতি ও শান্তিপূর্ণ সহাবস্থান। সেজন্য সুইডেন ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে। তবে কখন অথবা কীভাবে স্বীকৃতি দেয়া হবে তা বলেননি তিনি।
হাঙ্গেরি, স্লোভাকিয়া ও রোমানিয়ার মতো কিছু দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দিলেও তা ছিল ইউরোপিয়ান ইউনিয়নে যোগ দেয়ার আগে।
ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী রিয়াদ মালকি সুইডেনের এ ঘোষণাকে স্বাগত জানিয়েছেন। সুইডেনের মতো ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে ইউরোপের অন্যান্য দেশগুলোর প্রতি আহ্বান জানান তিনি।
অন্যদিকে মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র জেন সাকিয়া সুইডেনের এ ঘোষণাকে ‘অপরিপক্ক’ বলে আখ্যায়িত করেছেন।
No comments