মার্কিন অস্ত্র বিক্রির ঘোষণা: তাইওয়ানের কাছে মহড়া চালালো চীন
চীনের সামরিক মহড়া (ফাইল ফটো) |
তাইওয়ানের
কাছে আমেরিকা নতুন করে ২২০ কোটি ডলারের অস্ত্র বিক্রি করার ঘোষণা দেয়ার পর
চীন দক্ষিণ-পূর্ব উপকূলে সামরিক মহড়া চালিয়েছে। এ এলাকা চীনের জন্য
অত্যন্ত স্পর্শকাতর হিসেবে বিবেচিত হয় কারণ দক্ষিণ-পূর্ব উপকূলেই তাইওয়ান
প্রণালীর অবস্থান।
চীনা প্রতিরক্ষা মন্ত্রণালয় রোববার এক সংক্ষিপ্ত বিবৃতিতে জানিয়েছে যে, সম্প্রতি এ মহড়া চালানো হয়েছে তবে ঠিক কোথায় এ মহড়া অনুষ্ঠিত হয়েছে তা নির্দিষ্ট করে বলা হয় নি। একে নিয়মিত বার্ষিক মহড়া হিসেবে উল্লেখ করেছে চীনা মন্ত্রণালয়। যখন তাইওয়ানের কাছে অস্ত্র বিক্রি করা নিয়ে চীন ও আমেরিকার মধ্যে টানাপড়েন দেখা দিয়েছে তখন এ মহড়া অনুষ্ঠিত হলো।
তাইওয়ানকে চীন নিজের অংশ মনে করে। বেইজিং সবসময় বলে আসছে প্রয়োজন হলে তারা শক্তি প্রয়োগ করে তাইওয়ানকে নিজেদের নিয়ন্ত্রণে নেবে।
আমেরিকা সরকারিভাবে এক চীন নীতিকে স্বীকার করে যার অর্থ চীনের সঙ্গে তাইওয়ানের একীভূত হওয়া উচিত বলে ওয়াশিংটন স্বীকার করে। কিন্তু চীনের মোকাবেলায় মার্কিন সরকার তাইপেকে অস্ত্র দিয়ে শক্তিশালী করছে।
চীনা প্রতিরক্ষা মন্ত্রণালয় রোববার এক সংক্ষিপ্ত বিবৃতিতে জানিয়েছে যে, সম্প্রতি এ মহড়া চালানো হয়েছে তবে ঠিক কোথায় এ মহড়া অনুষ্ঠিত হয়েছে তা নির্দিষ্ট করে বলা হয় নি। একে নিয়মিত বার্ষিক মহড়া হিসেবে উল্লেখ করেছে চীনা মন্ত্রণালয়। যখন তাইওয়ানের কাছে অস্ত্র বিক্রি করা নিয়ে চীন ও আমেরিকার মধ্যে টানাপড়েন দেখা দিয়েছে তখন এ মহড়া অনুষ্ঠিত হলো।
তাইওয়ানকে চীন নিজের অংশ মনে করে। বেইজিং সবসময় বলে আসছে প্রয়োজন হলে তারা শক্তি প্রয়োগ করে তাইওয়ানকে নিজেদের নিয়ন্ত্রণে নেবে।
আমেরিকা সরকারিভাবে এক চীন নীতিকে স্বীকার করে যার অর্থ চীনের সঙ্গে তাইওয়ানের একীভূত হওয়া উচিত বলে ওয়াশিংটন স্বীকার করে। কিন্তু চীনের মোকাবেলায় মার্কিন সরকার তাইপেকে অস্ত্র দিয়ে শক্তিশালী করছে।
চীনা সামরিক বাহিনীর মহড়া (ফাইল ফটো) |
No comments