ভারত থেকে আরো ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ আসছে by দীন ইসলাম
ভারত
থেকে আরো ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করতে যাচ্ছে সরকার। আগামী ১০ই জুন
পরীক্ষামূলকভাবে আমদানিকৃত এ বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে। ওইভাবেই
প্রস্তুতি নিয়ে রেখেছে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি)। এর
ফলে সব মিলিয়ে ভারত থেকে বিদ্যুৎ আমদানির পরিমাণ দাঁড়াবে এক হাজার ১৬০
মেগাওয়াট। পিডিবি সূত্রে জানা গেছে, সাবস্টেশনের ক্ষমতা বাড়ানোর পর নতুন
করে এই বিদ্যুৎ আমদানি করছে বাংলাদেশ। এরই মধ্যে ভেড়ামারা-বহরামপুর
এইচভিডিসি সাবস্টেশনের ২য় ইউনিটের নির্মাণকাজ শেষ হয়েছে। এর মাধ্যমেই পাঁচশ
মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করা হবে। এর আগে ভারত থেকে আরো পাঁচশ মেগাওয়াট
বিদ্যুৎ আমদানি করতে কুষ্টিয়ার ভেড়ামারায় স্থাপিত বিদ্যমান অবকাঠামো
এইচভিডিসি’র সক্ষমতা বাড়ানোর জন্য বাংলাদেশ (ভেড়ামারা)- ভারত (বহরামপুর)-এর
বিদ্যমান গ্রিডের আন্তঃসংযোগ বাড়ানোর প্রকল্প নেয়া হয়। জিওবি, এডিবি ও
পিজিসিবি’র নিজস্ব অর্থায়নে প্রায় দুই হাজার কোটি টাকা ব্যয়ে এ প্রকল্প
বাস্তবায়ন করা হয়েছে। এই বিদ্যুৎ আমদানির জন্য এরই মধ্যে ভারতের কোম্পানি
এনটিপিসি বিদ্যুৎ ভ্যাপার নিগাম লিমিটেড (এনভিভিএন) এবং পাওয়ার ট্রেডিং
করপোরেশন (পিটিসি) ইন্ডিয়া লিমিটেডকে নির্বাচিত করেছে বিদ্যুৎ বিভাগ। গত
১১ই এপ্রিল সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি তাদের দর প্রস্তাব
অনুমোদনও করেছে। পিডিবি সূত্রে জানা গেছে, বর্তমানে স্বল্প মেয়াদে ৩০০ ও
২০০ মেগাওয়াট করে ভারতের এই দুই কোম্পানির কাছ থেকে বিদ্যুৎ কেনা হচ্ছে।
সরকার স্বল্প এবং দীর্ঘ দুই মেয়াদে ভারত থেকে বিদ্যুৎ কেনার সিদ্ধান্ত
নিয়েছে। ২০১৮ সালের ১লা জুন থেকে ২০১৯ সালের ৩১শে ডিসেম্বর পর্যন্ত স্বল্প
মেয়াদে এবং ২০২০ সালের ১লা জানুয়ারি থেকে ২০৩৩ সালের ৩১শে মে পর্যন্ত
মেয়াদকে দীর্ঘমেয়াদ হিসেবে নির্ধারণ করেছে। এনভিভিএন (ইন্ডিয়া) থেকে স্বল্প
মেয়াদে প্রতি ইউনিট ৪ টাকা ৭১ পয়সা দামে প্রতিদিন ৩০০ মেগাওয়াট এবং পিটিসি
ইন্ডিয়া থেকে প্রতি ইউনিট ৪ টাকা ৮৬ পয়সা দামে প্রতিদিন ২০০ মেগাওয়াট
বিদ্যুৎ আমদানি করা হবে। তবে দীর্ঘ মেয়াদে এনভিভিএন প্রতি ইউনিট ৬ টাকা ৪৮
পয়সা মূল্যে ৩০০ মেগাওয়াট এবং পিটিসি থেকে প্রতি ইউনিট ৬ টাকা ৫৪ পয়সা
মূল্যে ২০০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করা হবে। বিদ্যুৎ বিভাগ সূত্রে জানা
গেছে, বিদ্যুৎ উৎপাদন, সঞ্চালন ও বিতরণ খাতে সমন্বিত উন্নয়নের মাধ্যমে ২০২১
সালের মধ্যে সবার জন্য নির্ভরযোগ্য বিদ্যুৎ নিশ্চিত করতে বিদ্যুৎ বিভাগ
কাজ করে যাচ্ছে। বিদ্যুতের মহাপরিকল্পনা ২০১৬ অনুযায়ী, ২০২১ সালের মধ্যে ২৪
হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে হবে। এজন্য সরকারি ও বেসরকারি খাত এবং
পাবলিক-প্রাইভেট পার্টনারশিপের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা ১৭ হাজার
৭৫৩ মেগাওয়াটে উন্নীত হয়েছে। বিদ্যুতের গ্রাহক সংখ্যা বর্তমানে প্রায় তিন
কোটি এবং প্রায় শতকরা ৯০ ভাগ জনগোষ্ঠী বিদ্যুৎ সুবিধার আওতায় এসেছে। এছাড়া
প্রতিবেশী দেশগুলো থেকে ২০৪০ সালের মধ্যে ভারত, নেপাল, ভুটান ও মিয়ানমার
থেকে কমপক্ষে ৫ হাজার মেগাওয়াট বিদ্যুৎ আমদানির পরিকল্পনা করা হয়েছে।
বর্তমানে ভারত থেকে বাংলাদেশের ভেড়ামারা দিয়ে ৫০০ মেগাওয়াট এবং কুমিল্লা
দিয়ে ১৬০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করে বাংলাদেশ। তাই নতুন করে আরো ৫০০
মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে। পিডিবি’র পরিকল্পনা ভিডিও
কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দিয়ে নতুন এ বিদ্যুৎ
আমদানি উদ্বোধন করার। পিডিবি সূত্রে জানা গেছে, সহসাই প্রধানমন্ত্রীর সময়
চেয়ে বিদ্যুৎ বিভাগে একটি প্রস্তাব পাঠাবেন তারা।
No comments