রমজানের প্রথম শুক্রবারে জেরুজালেমের আল-আকসা মসজিদে প্রার্থনা করেছেন এক লাখের বেশি ফিলিস্তিনি। যাদের বেশির ভাগই পশ্চিম তীরের অধিবাসী। সাধারণত দখলকৃত এ অঞ্চলের ফিলিস্তিনিরা জেরুজালেমে প্রবেশাধিকার পায় না। কিন্তু পবিত্র রমজানের মাসের শুক্রবারগুলোতে কঠোর শর্তাবলীর মধ্য দিয়ে তাদেরকে মসজিদে প্রবেশাধিকার দেয়া হয়েছে। এ খবর দিয়েছে আল- জাজিরা। খবরে বলা হয়, পশ্চিম তীর থেকে জেরুজালেমে প্রবেশের প্রধান প্রবেশদ্বার কালান্দিয়া চেকপয়েন্ট দিয়ে প্রবেশকালে কঠোর নিরাপত্তা বলয়ের মধ্য দিয়ে যেতে হয়। তবে এ বছর চল্লিশোর্ধ্ব পুরুষ এবং সকল বয়সের নারীদেরকে পূর্বের বছরগুলোর ন্যায় কঠোর তল্লাশি চৌকিতে আটকে দেয়া হচ্ছে না। কিছু মা তাদের কিশোর ছেলেদের সঙ্গে নিয়ে এসেছেন এই আশায় যাতে তাদেরকে ছেড়ে দেয়া হয়। যেন তাদেরকে কঠোর তল্লাশির মধ্য দিয়ে যেতে না হয়। চল্লিশ বছর বয়সী মুনিরা আবু নাসরা বলেন, আমি ভেবেছিলাম এই শুক্রবার বেশি মানুষ হয়তো জেরুজালেম যাবে না। তবে সীমান্ত পাড়ি দেয়া চলমান লোকের ভিড়ের দেখে আমি জেরুজালেম যাওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিই। যদিও মানুষ জানে না যে পরিস্থিতি এখন যথেষ্ট স্থিতিশীল কিনা। আর গত সপ্তাহের ঘটনার প্রেক্ষিতে তারা জেরুজালেম যাওয়ার ব্যাপারে এখনও ভীত-সন্ত্রস্ত। প্রসঙ্গত, গত সোমবার হাজারো ফিলিস্তিনি মার্কিন দূতাবাস জেরুজালেমে স্থানান্তরের প্রতিবাদে একত্রিত হন এবং সেই প্রতিবাদ মিছিলে ইসরাইলি সেনাদের হামলায় ৬২ ফিলিস্তিনি নিহত হন। |
No comments