১৪ বছর পর লৌহমানবীর মুক্তি
সেনাবাহিনীর অত্যাচারের বিরুদ্ধে অনশন করা ইরম শর্মিলাকে মুক্তি দিয়েছেন ভারতের আদালত। দেশের প্রত্যন্ত উত্তর-পূর্বাঞ্চলে নারী অধিকার লংঘনের প্রতিবাদে ১৪ বছর অনশন ধর্মঘট পালন করছিলেন তিনি। এই নারীর আইনজীবী মনি খাইদেম জানান, ‘প্রতিবাদ শুরুর পরে গ্রেফতার হওয়া ইরম শর্মিলাকে আদালত মুক্তি দিয়েছে।’
মনিপুরের লৌহমানবী হিসেবে পরিচিত শর্মিলা সামরিক বাহিনীর কথিত নারী নির্যাতনের দিকে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতে প্রায় ১৪ বছর ধরে খাদ্য ও পানীয় গ্রহণ করেননি। উত্তর-পূর্বাঞ্চলীয় মনিপুরে বাড়ির কাছে একটি জিপে সেনাবাহিনীর হাতে ২০ ব্যক্তির মৃত্যু প্রত্যক্ষ করার পর শর্মিলা ২০০০ সালের নভেম্বরে উপবাস শুরু করেন। তাকে আত্মহত্যা প্রচেষ্টার অভিযোগে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয় এবং সেখানে তাকে জোরপূর্বক দিনে বেশ কয়েকবার খাবার দেয়া হয়। শর্মিলার ঘনিষ্ঠ একজন মানবাধিকার কর্মী বাবলু লইটাংবাম বলেন, আদালত অভিযোগ টেকসই নয় বলে মেনে নিয়েছেন। তিনি এনডিটিভি নেটওয়ার্ককে বলেন, শর্মিলা আত্মহত্যা নয়- আর্মড ফোর্সেস স্পেশাল পাওয়ার অ্যাক্ট বাতিলের দাবিতেই এই অ্যাকশন করছিলেন।
No comments