নোবেল পুরস্কারের নাড়িনক্ষত্র
চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার ঘোষণার মাধ্যমে সোমবার শুরু হয়েছে চলতি বছরের নোবেলবিজয়ীদের তালিকা প্রকাশ। ১৯০১ সালে এ পুরস্কার প্রবর্তিত হওয়ার পর থেকে ২০১৪ পর্যন্ত ৮৮৯ ব্যক্তি ও প্রতিষ্ঠান নোবেল পেয়েছে। এর মধ্যে সর্বকনিষ্ঠ নোবেলজয়ী পাকিস্তানের মালালা ইউসুফজাই। ২০১৪ সালে ১৭ বছর বয়সে তিনি শান্তিতে নোবেল পান। এর আগে সর্বকনিষ্ঠ নোবেলবিজয়ী ছিলেন ২৫ বছর বয়সী লরেন্স ব্রাগ। ১৯১৫ সালে রঞ্জন রশ্মির কাঠামো ব্যাখ্যার জন্য পদার্থবিদ্যায় নোবেল পান। সবেচেয়ে বেশি বয়সে নোবেল পেয়েছেন লিউনিড হারবিজ। ২০০৭ সালে ৯০ বছর বয়সে তিনি অর্থনীততে নোবেল পান।
চিকিৎসাবিজ্ঞানে নোবেলজয়ী নারীরা
১৯৪৭ গার্টি করি যুক্তরাষ্ট্র
১৯৭৭ রোজালিন ইয়ালো যুক্তরাষ্ট্র
১৯৮৩ বারবারা ম্যাকলিন্টক যুক্তরাষ্ট্র
১৯৮৬ রিটা লেভি-মোন্টালচিনি ইতালি-যুক্তরাষ্ট্র
১৯৮৮ গাট্রুড বি ইলন যুক্তরাষ্ট্র
১৯৯৫ ক্রিস্টিয়ান নুসলেইন ভলহার্ড জার্মানি
২০০৪ লিন্ডা বি বাক যুক্তরাষ্ট্র
২০০৮ ফ্রাঁসোয়াজ বারে সিনৌসি ফ্রান্স
২০০৯ এলিজাবেথ ব্লাকবার্ন ও ক্যারল গ্রেইডার যুক্তরাষ্ট্র
২০১৪ মে-ব্রিট মোজের নরওয়ে
২০১৫ ইউইউ টু চীন
চিকিৎসাবিজ্ঞানের নোবেল তথ্য
(১৯০১-২০১৫)
* ১০৬ বার চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার দেয়া হয়েছে
* ২১০ জন এ পর্যন্ত চিকিৎসা বিজ্ঞানে নোবেল পেয়েছেন
* ৩৮ জন নোবেল জিতেছেন স্বতন্ত্রভাবে
* ৩২ জন নোবেল পেয়েছেন দু’জনের যৌথভাবে
* ৩৮ বার নোবেল দেয়া হয়েছে তিনজনকে
* ১২জন নারী চিকিৎসা বিজ্ঞানে নোবেল পেয়েছেন
* ৩২ বছর বয়সী ফ্রেডরিক জি বান্টিং সর্বকনিষ্ঠ নোবেলজয়ী। ইনসুলিন আবিষ্কারের জন্য ১৯২৩ সালে তিনি নোবেল পান
* ৮৭ বছর বয়সী পেইটন রউস বয়োজ্যেষ্ঠ নোবেলজয়ী।
টিউমার ইন্ডিউসিং ভাইরাস আবিষ্কারের জন্য ১৯৬৬ সালে তিনি নোবেল পান
চিকিৎসায় যেসব বছর নোবেল দেয়া হয়নি
এ পর্যন্ত ৯ বার চিকিৎসায় নোবেল দেয়া হয়নি। সেগুলো হল- ১৯১৫, ১৯১৬, ১৯১৭, ১৯১৮, ১৯২১, ১৯২৫, ১৯৪০, ১৯৪১ ও ১৯৪২ সাল।
চিকিৎসাবিজ্ঞানে নোবেলজয়ী নারীরা
১৯৪৭ গার্টি করি যুক্তরাষ্ট্র
১৯৭৭ রোজালিন ইয়ালো যুক্তরাষ্ট্র
১৯৮৩ বারবারা ম্যাকলিন্টক যুক্তরাষ্ট্র
১৯৮৬ রিটা লেভি-মোন্টালচিনি ইতালি-যুক্তরাষ্ট্র
১৯৮৮ গাট্রুড বি ইলন যুক্তরাষ্ট্র
১৯৯৫ ক্রিস্টিয়ান নুসলেইন ভলহার্ড জার্মানি
২০০৪ লিন্ডা বি বাক যুক্তরাষ্ট্র
২০০৮ ফ্রাঁসোয়াজ বারে সিনৌসি ফ্রান্স
২০০৯ এলিজাবেথ ব্লাকবার্ন ও ক্যারল গ্রেইডার যুক্তরাষ্ট্র
২০১৪ মে-ব্রিট মোজের নরওয়ে
২০১৫ ইউইউ টু চীন
চিকিৎসাবিজ্ঞানের নোবেল তথ্য
(১৯০১-২০১৫)
* ১০৬ বার চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার দেয়া হয়েছে
* ২১০ জন এ পর্যন্ত চিকিৎসা বিজ্ঞানে নোবেল পেয়েছেন
* ৩৮ জন নোবেল জিতেছেন স্বতন্ত্রভাবে
* ৩২ জন নোবেল পেয়েছেন দু’জনের যৌথভাবে
* ৩৮ বার নোবেল দেয়া হয়েছে তিনজনকে
* ১২জন নারী চিকিৎসা বিজ্ঞানে নোবেল পেয়েছেন
* ৩২ বছর বয়সী ফ্রেডরিক জি বান্টিং সর্বকনিষ্ঠ নোবেলজয়ী। ইনসুলিন আবিষ্কারের জন্য ১৯২৩ সালে তিনি নোবেল পান
* ৮৭ বছর বয়সী পেইটন রউস বয়োজ্যেষ্ঠ নোবেলজয়ী।
টিউমার ইন্ডিউসিং ভাইরাস আবিষ্কারের জন্য ১৯৬৬ সালে তিনি নোবেল পান
চিকিৎসায় যেসব বছর নোবেল দেয়া হয়নি
এ পর্যন্ত ৯ বার চিকিৎসায় নোবেল দেয়া হয়নি। সেগুলো হল- ১৯১৫, ১৯১৬, ১৯১৭, ১৯১৮, ১৯২১, ১৯২৫, ১৯৪০, ১৯৪১ ও ১৯৪২ সাল।
No comments