গাজার যুদ্ধাপরাধ প্রতিবেদন যাচ্ছে নিরাপত্তা পরিষদে
জাতিসংঘের মহাসচিব বান কি মুন বলেছেন, প্রায় এক বছর আগে গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলার পরিপ্রেক্ষিতে সেখানে সংঘটিত যুদ্ধাপরাধ বিষয়ে তৈরি প্রতিবেদনটি তিনি নিরাপত্তা পরিষদে পাঠাবেন। গত শুক্রবার বান কি মুন বলেন, গোল্ডস্টোনের তৈরি এই প্রতিবেদন শিগগিরই নিরাপত্তা পরিষদে পাঠানো হবে।
প্রতিবেদনটিতে গাজা ভূখণ্ডে যুদ্ধাপরাধ ও মানবাধিকার লঙ্ঘনের জন্য ইসরায়েল ও হামাস উভয়কে দায়ী করা হয়েছে। বৃহস্পতিবার জাতিসংঘের ১৯২ সদস্যের সাধারণ সভায় একটি প্রস্তাব অনুমোদিত হয়। সেখানে গাজায় যুদ্ধাপরাধের ব্যাপারে ইসরায়েল ও হামাস উভয়ের প্রতি স্বাধীন ও বিশ্বাসযোগ্য তদন্তের আহ্বান জানানো হয়েছে। ইসরায়েল জাতিসংঘের এই প্রস্তাবকে নাকচ করে দিয়েছে। প্রস্তাবটি ১১৪ ভোটে পাস হয়। ১৮টি সদস্য রাষ্ট্র প্রস্তাবের বিরোধিতা করে। ৪৪টি দেশ ভোটদান থেকে বিরত থাকে।
সাবেক আন্তর্জাতিক আইনজীবী রিচার্ড গোল্ডস্টোনের করা ৫৭৫ পৃষ্ঠার প্রতিবেদনে সুপারিশ করা হয়, যুদ্ধাপরাধের ব্যাপারে ইসরায়েল ও হামাস বিশ্বাসযোগ্য তদন্ত করতে ব্যর্থ হলে প্রতিবেদনটি আন্তর্জাতিক আদালতে পাঠানো হবে।
প্রতিবেদনটিতে গাজা ভূখণ্ডে যুদ্ধাপরাধ ও মানবাধিকার লঙ্ঘনের জন্য ইসরায়েল ও হামাস উভয়কে দায়ী করা হয়েছে। বৃহস্পতিবার জাতিসংঘের ১৯২ সদস্যের সাধারণ সভায় একটি প্রস্তাব অনুমোদিত হয়। সেখানে গাজায় যুদ্ধাপরাধের ব্যাপারে ইসরায়েল ও হামাস উভয়ের প্রতি স্বাধীন ও বিশ্বাসযোগ্য তদন্তের আহ্বান জানানো হয়েছে। ইসরায়েল জাতিসংঘের এই প্রস্তাবকে নাকচ করে দিয়েছে। প্রস্তাবটি ১১৪ ভোটে পাস হয়। ১৮টি সদস্য রাষ্ট্র প্রস্তাবের বিরোধিতা করে। ৪৪টি দেশ ভোটদান থেকে বিরত থাকে।
সাবেক আন্তর্জাতিক আইনজীবী রিচার্ড গোল্ডস্টোনের করা ৫৭৫ পৃষ্ঠার প্রতিবেদনে সুপারিশ করা হয়, যুদ্ধাপরাধের ব্যাপারে ইসরায়েল ও হামাস বিশ্বাসযোগ্য তদন্ত করতে ব্যর্থ হলে প্রতিবেদনটি আন্তর্জাতিক আদালতে পাঠানো হবে।
No comments