থমথমে জাকার্তা জনমনে আতংক
সন্ত্রাসী হামলার একদিন পর ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় থমথমে অবস্থা বিরাজ করছে। দেশটিতে জারি করা হয়েছে হাই অ্যালার্ট। বৃহস্পতিবারের ওই হামলার পর এখনও স্বাভাবিক হতে পারেনি জাকার্তা। শংকা কাটেনি সাধারণ মানুষের। এদিকে, সন্ত্রাসীদের আস্তানা খুঁজে বের করতে জোর তৎপরতা চালাচ্ছে স্থানীয় পুলিশ প্রশাসন। এরই মধ্যে আইএস জঙ্গি সন্দেহে আটক করা হয়েছে তিনজনকে। হামলার নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র, জাতিসংঘ ও অস্ট্রেলিয়া। খবর জাকার্তা পোস্ট ও এএফপির। ব্যস্ততম শহর জাকার্তায় ভোর না হতেই কর্মব্যস্ততা শুরু হয়ে যায়, অথচ শুক্রবার সকালে সেখানে যেন কবরের নিস্তব্ধতা। স্থানীয় এক ব্যক্তি বলেন, ‘যেখানে হামলা হল কাল আমার সেখানে যাওয়ার কথা ছিল। খবর শোনার পর আমি দ্রুত বাসায় চলে যাই।’ অপর এক ব্যক্তি বলেন, ‘বিস্ফোরণ হওয়ার পর থেকেই মানুষ আতংকিত, আমার যারা নিয়মিত ক্রেতা ছিল তারাও এই এলাকা ছেড়ে চলে গেছে।’ সিডনি মর্নিং হেরাল্ড জানিয়েছে, ইন্দোনেশিয়াজুড়ে হাই অ্যালার্ট জারি করা হয়েছে, বিভিন্ন স্থানে চলছে তল্লাশি। বৃহস্পতিবার শহরটির গুরুত্বপূর্ণ সারিনাহ এলাকায় প্যারিসের মতোই হামলা চালায় সন্ত্রাসীরা। আত্মঘাতী বোমা হামলা, গুলি বর্ষণে এক কানাডীয় পর্যটকসহ দুই বেসামরিক নাগরিক নিহত হন। আহত হন এক আলজেরীয়, অস্ট্রীয়, জার্মান ও ডাচসহ অন্তত ২০ জন। পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয় ৫ হামলাকারীও। হামলার ধরন দেখে প্রথম থেকেই আইএসকে সন্দেহ করছিল সে দেশের নিরাপত্তা বাহিনী। ৬ ঘণ্টা পর দায়ভার স্বীকার করে নেয় জঙ্গিগোষ্ঠীটি। জাকার্তার পুলিশ প্রধান টিটো কার্নাভিয়ান বলেন, ‘পরিস্থিতি এখন স্বাভাবিক, আমরা এরই মধ্যে জঙ্গি সন্দেহে তিনজনকে আটক করেছি।
পরে ঘটনাস্থলে খোঁজ করে আরও ৬টি বোমা উদ্ধার করা হয়েছে। আমি আমার প্রতিবেশী দেশের নিরাপত্তা বাহিনীর প্রতি আহ্বান জানাচ্ছি যাতে তারাও তৎপর হয়ে ওঠে। কারণ জঙ্গিগোষ্ঠীটি সারাবিশ্বে অস্থিরতা সৃষ্টি করতে শক্তিশালী নেটওয়ার্ক তৈরি করছে।’ জাকার্তার পুলিশ প্রধান আরও জানিয়েছেন সন্ত্রাসীদের আস্তানা খুঁজে বের করার জন্য চলছে অভিযান। বাহরুন নঈম নামের এক ইন্দোনেশিয়ার নাগরিক হামলার মূল পরিকল্পনাকারী বলেও ধারণা করা হচ্ছে। বিবিসি বলছে সে দেশের আইএসপন্থী জঙ্গিসংগঠন ইন্দোনেশিয়ান মুজাহিদিন গ্রুপ-এমআইটির এই নেতা বর্তমানে সিরিয়ায় রয়েছে। পুলিশ জানিয়েছে, জাকার্তায় হামলাকারীদের পাঁচজনের মধ্যে চারজনকে চিহ্নিত করা গেছে। এদের মধ্যে ২ জন আগেই অপরাধী হিসেবে চিহ্নিত হয়েছিল। পুলিশ হামলাকারীদের একজনের নাম আফিফ সুনাকিম বলে জানিয়েছে। সে বন্দুক এবং একটি ব্যাগ বহন করছিল আক্রমণের সময়। এর আগে একটি জঙ্গি গোষ্ঠীর সঙ্গে সম্পর্ক তৈরি করায় তার সাত বছরের জেল হয়। এই হামলার নিন্দা জানিয়েছে অস্ট্রেলিয়া। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, এই বিষয়ে ইন্দোনেশিয়ার গোয়েন্দা বাহিনীর সঙ্গে যোগাযোগ করছেন তারা। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী অ্যাশটন কার্টার বলেন, ‘আইএস জঙ্গি দ্রুত সারা বিশ্বে ছড়িয়ে পড়ছে, তাই সারা বিশ্বের জন্যই এটি এখন হুমকি। ইন্দোনেশিয়ার সঙ্গে আমার এ বিষয়ে কথা হয়েছে। আমরা জঙ্গিদের দমনে এক হয়ে কাজ করতে একমত হয়েছি।’ বিশ্বের সবচেয়ে বেশি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশটিতে এর আগেও ইসলামপন্থী জঙ্গিরা হামলা চালায়। ২০০০-২০০৯ সাল পর্যন্ত জঙ্গিদের ৬ দফা হামলায় প্রায় আড়াইশ’ মানুষ প্রাণ হারায় সেখানে।
No comments