চীনের আকাশে মার্কিন বিমান
চীন ঘোষিত নতুন ‘আকাশ প্রতিরক্ষা অঞ্চল’কে চ্যালেঞ্জ জানিয়ে দেশটির নতুন আকাশসীমা আইন লংঘন করে সেখানে দুটি বি-৫২ বোমারু বিমান পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। বিমান দুটি পূর্ব চীন সাগরে চীনের ঘোষিত অঞ্চলের মধ্যে থাকা জাপানি মালিকানাধীন দুটি বিতর্কিত দ্বীপের আকাশসীমায় টহল দেয়। বিতর্কিত অঞ্চলটিতে জঙ্গি বিমান পাঠানোর ব্যাপারে যুক্তরাষ্ট্র চীনকে অবহিত করেনি। কর্মকর্তারা এএফপিকে জানান, এ ঘটনার মাধ্যমে বেইজিং অঞ্চলটিতে কোনো ধরনের আগ্রাসন চালালে ওয়াশিংটন তা প্রতিহত করার ইঙ্গিত দিল। এর মাধ্যমে জাপানের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থনেরও আভাস পাওয়া গেল। অস্ত্রবিহীন বোমারু বিমান দুটি সোমবার গুয়াম থেকে উড্ডয়ন করে। প্রতিরক্ষা কর্মকর্তারা একে ‘কোরাল লাইটনিং গ্লোবাল পাওয়ার ট্রেইনিং স্টোরি’ নামে একটি নিয়মিত মহড়া হিসেবে উল্লেখ করেছেন। পেন্টাগনের মুখপাত্র কর্নেল স্টিভেন ওয়ারেন সাংবাদিকদের বলেন, ‘গত রাতে আমরা একটি প্রশিক্ষণ মহড়া চালিয়েছি। অনেক আগেই মহড়াটির পরিকল্পনা করা হয়েছিল। গুয়াম থেকে দুটি বিমান উড্ডয়ন করে গুয়ানেই ফিরে আসার পরিকল্পনা করা হয়।’ পূর্ব চীন সাগরে মানববসতিহীন কিন্তু খনিজ সম্পদে সমৃদ্ধ কয়েকটি দ্বীপের (জাপানে সেনকাকু ও চীনে দিয়াওয়ু) মালিকানা নিয়ে জাপান ও চীনের মধ্যে বিরোধ চলে আসছে। বর্তমানে জাপানি মালিকানাধীন দ্বীপগুলো ঐতিহাসিকভাবে চীনের সীমানাভুক্ত ছিল বলে চীন দাবি করে আসছে। ভূতাত্ত্বিকভাবে দ্বীপগুলো চীনের সীমানায় পড়েছে বলে জাতিসংঘে যুক্তি পেশ করেছে দেশটি। শনিবার ওই দ্বীপের আকাশসীমাসহ পূর্ব চীন সাগরের একটি ব্যাপক এলাকাকে নিজের ‘আকাশ প্রতিরক্ষা অঞ্চল’ হিসেবে ঘোষণা দেয় চীন। এই এলাকায় প্রবেশকারী বিদেশী বিমানকে চীনের আইন মেনে চলতে হবে আর না হলে ‘জরুরি প্রতিরক্ষা পদক্ষেপ’ মোকাবেলা করতে হবে বলে জানিয়ে দেয় দেশটি।
এ ঘোষণা দেয়ার পর পরই জাপান প্রতিবাদ জানিয়ে ‘কোনোভাবেই বৈধ নয়’ বলে ঘোষণাটি প্রত্যাখ্যান করে। এদিকে, যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্নেল স্টিভ ওয়ারেন পেন্টাগন থেকে বলেছেন, ‘আমরা আমাদের স্বাভাবিক কার্যক্রম অনুযায়ী কাজ করে যাব, এর আওতায় আমরা। ওই এলাকায় উড্ডয়ন পরিকল্পনা চীনের কাছে পেশ করব না, তাদের সঙ্গে রেডিও মারফত যোগাযোগও করব না।’ পর্যবেক্ষণে ছিল মার্কিন বোমারু বিমান-চীন : চীন বলেছে, বিমান প্রতিরক্ষা শনাক্তকরণ এলাকা বা এডিআইজেড অঞ্চলে দুটি নিরস্ত্র ও দূরপাল্লার মার্কিন বোমারু বিমান প্রবেশের ঘটনা পর্যবেক্ষণ করা হয়েছে। মঙ্গলবার বিমান দুটি বিতর্কিত সেনকাকু বা দিয়াওয়ু দ্বীপপুঞ্জের ওপর দিয়ে ওড়াউড়ি করে এবং এজন্য চীনের কোনো অনুমতি নেয়া হয়নি বলে পেন্টাগন জানিয়েছে। এ বিষয়ে চীনা প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, বিমান প্রতিরক্ষা শনাক্তকরণ এলাকায় কার্যকরী বিমান চলাচল নিয়ন্ত্রণ করার ক্ষমতা রয়েছে। মার্কিন বি-৫২ বোমারু বিমান দুটিকে শনাক্ত করা হয় এবং তারা ২ ঘণ্টা ২২ মিনিট ধরে ওই এলাকার ওপর দিয়ে উড়ে বেড়ায় সে রেকর্ডও তাদের হাতে রয়েছে। আকাশ নীতি মানবে না জাপান এয়ারলাইন্স : চীন পূর্ব চীন সাগর এলাকায় ‘আকাশ প্রতিরক্ষা শনাক্তকরণ অঞ্চল’ গঠন করে যেসব নিয়মনীতির ঘোষণা দিয়েছে বুধবার তা না মানার কথা জানিয়েছে জাপানের দুটি এয়ারলাইন্স। জাপান এয়ারলাইন্সের একজন মুখপাত্র বলেন, ‘বেসরকারি এয়ারলাইন্সগুলোকে চীনের নিয়মনীতি মানতে হবে না, মঙ্গলবার জাপান সরকার এ কথা বলার পর আমরা বৈঠকে বসি। বৈঠকে চীনের আকাশ প্রতিরক্ষা অঞ্চলের নিয়ম না মানার সিদ্ধান্ত হয়।’ এ পরিপ্রেক্ষিতে অল নিপ্পন এয়ারওয়েজও চীনের নিয়ম না মানার ঘোষণা দেয়। এর আগে জাপানের দুটি বৃহৎ এয়ারলাইন্স বলেছিল, চীনের ঘোষিত আকাশ প্রতিরক্ষা অঞ্চল দিয়ে বিমান আসা-যাওয়ার জন্য তারা বেইজিংয়ের কাছে তাদের ফ্লাইট পরিকল্পনা জমা দিয়েছে।
No comments