আরও আলোচনা চায় ইরান
জাতিসংঘ প্রস্তাবিত একটি চুক্তির ব্যাপারে চূড়ান্ত জবাব দেওয়ার আগে তেহরানের একটি পরমাণু চুল্লির জন্য কীভাবে জ্বালানি সংগ্রহ করা হবে, সে বিষয়ে আরও আলোচনা করতে চায় ইরান। গত শুক্রবার ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা এ কথা জানায়।
গত শুক্রবার কূটনীতিকেরা বলেছেন, ইরান জাতিসংঘের পরমাণু তদারকি সংস্থাকে বলেছে, নিজেদের অধিকাংশ সমৃদ্ধ ইউরেনিয়াম রাশিয়া ও ফ্রান্সে পাঠাতে রাজি হওয়ার আগে তেহরান পরমাণু চুল্লির জন্য সমৃদ্ধ ইউরেনিয়াম জ্বালানি পেতে চায়। তবে একজন কূটনীতিক রয়টার্সকে বলেন, এ ধরনের শর্তমোটেও গ্রহণযোগ্য নয়।
জাতিসংঘের আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (আইএইএ) বৃহস্পতিবার জানায়, খসড়া চুক্তির ব্যাপারে ইরানের কাছ থেকে প্রাথমিক জবাব পাওয়া গেছে। তবে ইরনা বলেছে, ওই পরিকল্পনার ব্যাপারে এটা তেহরানের চূড়ান্ত জবাব নয়।
হোয়াইট হাউস বলেছে, খসড়া চুক্তির ব্যাপারে ইরানের আনুষ্ঠানিক জবাবের জন্য প্রেসিডেন্ট ওবামা অনন্তকাল অপেক্ষা করবেন না। প্রেসিডেন্টের হাতে অসীম সময় নেই।
গত শুক্রবার কূটনীতিকেরা বলেছেন, ইরান জাতিসংঘের পরমাণু তদারকি সংস্থাকে বলেছে, নিজেদের অধিকাংশ সমৃদ্ধ ইউরেনিয়াম রাশিয়া ও ফ্রান্সে পাঠাতে রাজি হওয়ার আগে তেহরান পরমাণু চুল্লির জন্য সমৃদ্ধ ইউরেনিয়াম জ্বালানি পেতে চায়। তবে একজন কূটনীতিক রয়টার্সকে বলেন, এ ধরনের শর্তমোটেও গ্রহণযোগ্য নয়।
জাতিসংঘের আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (আইএইএ) বৃহস্পতিবার জানায়, খসড়া চুক্তির ব্যাপারে ইরানের কাছ থেকে প্রাথমিক জবাব পাওয়া গেছে। তবে ইরনা বলেছে, ওই পরিকল্পনার ব্যাপারে এটা তেহরানের চূড়ান্ত জবাব নয়।
হোয়াইট হাউস বলেছে, খসড়া চুক্তির ব্যাপারে ইরানের আনুষ্ঠানিক জবাবের জন্য প্রেসিডেন্ট ওবামা অনন্তকাল অপেক্ষা করবেন না। প্রেসিডেন্টের হাতে অসীম সময় নেই।
No comments