চীনে পৃথিবীর প্রথম যাত্রীবাহী ড্রোন
পৃথিবীতে প্রথমবারের মতো তৈরি হল যাত্রীবাহী ড্রোন। বুধবার চীনা এক কোম্পানি পৃথিবীর প্রথম যাত্রীবাহী ড্রোন ওড়ানোর ঘোষণা দেয়। ইহাং ইঙ্ক নামের ওই কোম্পানি লাস ভেগাস কনভেনশন সেন্টারে ইহাং ১৮৪ নামের ওই ড্রোনটি উড়িয়ে দেখায়। কোম্পানির এক ভিডিও ফুটেজে দেখা যায়, ছোট্ট একটি হেলিকপ্টারের মতো দেখতে ওই ড্রোনে রয়েছে অন্যান্য ড্রোনের মতোই চারটি প্রপেলার। ইহাংয়ের সহ-প্রতিষ্ঠাতা ও অর্থবিষয়ক প্রধান শাং শিয়াও বলেন,
‘আমরা আশা করছি এটি ২ থেকে ৩ লাখ মার্কিন ডলারে বিক্রি করতে পারব। তবে এ বিষয়ে কিছু আইনি বিধিনিষেধ থাকতে পারে। তবে পৃথিবীতে এমন কিছু এর আগে তৈরি হয়নি, এ বিষয়ে আমরা নিশ্চিত।’ ইলেকট্রিক শক্তিতে চলা ওই ড্রোনটি দুই ঘণ্টায় পুরোপুরি চার্জ হয়ে যায়। ১০০ কেজি পর্যন্ত ওজন বহন করতে পারে এবং ২৩ মিনিট ধরে উড়তে সক্ষম এই ড্রোন। একজন মানুষ বসার পরও একটি ব্যাকপ্যাক রাখার জায়গা থাকে এতে। শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা ছাড়াও এতে রয়েছে একটি রিডিং লাইটের ব্যবস্থা। সূত্র গার্ডিয়ান।
No comments