পাকিস্তানে আসছে না দক্ষিণ আফ্রিকা
সর্বশেষ পাকিস্তানে খেলতে এসে কোনো ক্রিকেট দলকে কী পরিণতি ভোগ করতে হয়েছিল—এখনো সেটি ভোলেনি ক্রিকেট-বিশ্ব। আর তাই আগামী অক্টোবর-নভেম্বরে নির্ধারিত পাকিস্তান সফরে আসতে রাজি নয় দক্ষিণ আফ্রিকা। পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) এরই মধ্যে নিজেদের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে তারা। ওই সিরিজে তিনটি টেস্ট ও পাঁচটি ওয়ানডে খেলার কথা ছিল গ্রায়েম স্মিথদের।
দক্ষিণ আফ্রিকা সর্বশেষ পাকিস্তান সফর করে গেছে ২০০৭-এর অক্টোবরে। এর পর এই দুই দেশের মধ্যে কোনো টেস্টই হয়নি। এর ওপর বাতিল হয়ে যাচ্ছে নির্ধারিত সফরটা। মন্দের মধ্যে একটা ‘ভালো’ খবর শুনিয়েছেন পিসিবি সভাপতি ইজাজ বাট। জানিয়েছে, পাকিস্তান চাইলে ওই একই সময়ে দক্ষিণ আফ্রিকায় গিয়ে ‘হোম সিরিজ’ হিসেবে খেলে আসতে পারবে। নিজেদের মাটিতেই সিরিজটা আয়োজনের ‘জোর চেষ্টা’ চলছে বলে জানিয়েছেন বাট। শেষ পর্যন্ত সেটি সম্ভব না হলে নিরপেক্ষ ভেন্যুর কথাই ভাবতে হবে তাদের। দক্ষিণ আফ্রিকাতে না হলেও হয়তো শ্রীলঙ্কা বা আবুধাবিতে নিজেদের পরিচিত কন্ডিশনেই সিরিজটা খেলতে আগ্রহী পাকিস্তান।
দক্ষিণ আফ্রিকা সর্বশেষ পাকিস্তান সফর করে গেছে ২০০৭-এর অক্টোবরে। এর পর এই দুই দেশের মধ্যে কোনো টেস্টই হয়নি। এর ওপর বাতিল হয়ে যাচ্ছে নির্ধারিত সফরটা। মন্দের মধ্যে একটা ‘ভালো’ খবর শুনিয়েছেন পিসিবি সভাপতি ইজাজ বাট। জানিয়েছে, পাকিস্তান চাইলে ওই একই সময়ে দক্ষিণ আফ্রিকায় গিয়ে ‘হোম সিরিজ’ হিসেবে খেলে আসতে পারবে। নিজেদের মাটিতেই সিরিজটা আয়োজনের ‘জোর চেষ্টা’ চলছে বলে জানিয়েছেন বাট। শেষ পর্যন্ত সেটি সম্ভব না হলে নিরপেক্ষ ভেন্যুর কথাই ভাবতে হবে তাদের। দক্ষিণ আফ্রিকাতে না হলেও হয়তো শ্রীলঙ্কা বা আবুধাবিতে নিজেদের পরিচিত কন্ডিশনেই সিরিজটা খেলতে আগ্রহী পাকিস্তান।
No comments