ভোজ্যতেলে ভিটামিন ‘এ’ মেশানো কার্যকর হয়নি
সরকারের বেঁধে দেয়া সময়ের মধ্যে ভোক্তা পর্যায়ে ভিটামিন ‘এ’ সমৃদ্ধ ভোজ্যতেল প্রাপ্তি নিশ্চিত করতে পারেনি রিফাইনাররা। বুধবার এ বিষয়ে শিল্পমন্ত্রীর হুশিয়ারিসংক্রান্ত আলটিমেটাম শেষ হয়। তবে কঠোর অবস্থান সত্ত্বেও রিফাইনার ও আমদানিকারকসংশ্লিষ্ট কেউই সরকারের এ হুশিয়ারিতে খুব একটা নড়েচড়ে বসেছেন- ক্রেতা-বিক্রেতা, পাইকার ও পরিবেশক কিংবা বাজার পর্যায়ের চিত্র সেটির প্রমাণ করে না। এখনও গুটিকয়েক ব্যবসায়ী এ প্রতিবিধানটি মান্য করতে গড়িমসি করছেন। তারা অধিক মুনাফার লোভে নিুমানের ভোজ্যতেল সরবরাহ করছে- যা ভবিষ্যৎ প্রজন্মকে পঙ্গুত্বের দিকে ঠেলে দিচ্ছে। খোঁজ নিয়ে জানা গেছে, ভোজ্যতেল উৎপাদক ও আমদানিকারকসংশ্লিষ্টদের অনেকেই এখন পর্যন্ত তাদের সরবরাহ করা সয়াবিনে ভিটামিন ‘এ’-এর সংমিশ্রণ ঘটাতে পারেননি। অজুহাত হিসেবে সংশ্লিষ্টরা বলছেন, ভোজ্যতেলে যে ভিটামিন সংশ্রিণের প্রয়োজন হয় সেটি আন্তর্জাতিক বাজারে সংকট চলছে। আবার যারাওবা পাচ্ছেন তারা পরিবহনসংক্রান্ত জটিলতায় এই ভিটামিন সময়মতো দেশে আনতে পারছেন না। ফলে লাইসেন্সবিহীন রিফাইনাররা তাদের সরবরাহ করা তেলে ভিটামিন ‘এ’ প্রয়োগ করতে পারছেন না।
অন্যদিকে লাইসেন্স থাকা সত্ত্বেও ভিটামিন সংকটের অজুহাত তুলে দেশের ব্যান্ডনির্ভর অনেক কোম্পানিও সব সময় ‘এ’ প্রয়োগ করতে পারেন না। জানা গেছে, দেশে ছোট-বড় মিলে ভোজ্যতেলের ৬০টির অধিক রিফাইনার, উৎপাদক ও আমদানিকারক প্রতিষ্ঠান রয়েছে। এর মধ্যে এখন পর্যন্ত ভোজ্যতেলে ‘এ’ ভিটামিন সংমিশ্রণের সক্ষমতার কথা বলে ১১ কোম্পানি বিএসটিআই থেকে লাইসেন্স নিয়েছে। বাকিরা এখনও অধরা থেকেই যাচ্ছে। এমন পরিস্থিতিতে শিল্পমন্ত্রীর আলটিমেটাম শেষ হলেও ভোক্তার জন্য নিরাপদ ও স্বাস্থ্যসম্মত পুষ্টিযুক্ত ভোজ্যতেলের সরবরাহ সংকট থেকেই গেল। এ প্রসঙ্গে জানতে চাইলে বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইন্সটিটিউশনের (বিএসটিআই) মহাপরিচালক মো. ইকরামুল হক যুগান্তরকে জানান, রিফাইনার কিংবা অন্যদের অবস্থান যা-ই থাকুক না কেন, প্রত্যেককেই ভোক্তা পর্যায়ে ভোজ্যতেলের নিরাপদ সরবরাহ নিশ্চিত করতে হবে। যারা পারবে না, তাদের লাইসেন্স বাতিল হবে। পণ্য বাজারজাত বন্ধ থাকবে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এখন পর্যন্ত ১১টি কোম্পানি ভোজ্যতেলে ভিটামিন ‘এ’ সংযুক্তকরণ লাইসেন্স পেয়েছে। আরও ৮টির আবেদন পাওয়া গেছে। কিন্তু লাইসেন্স দেয়ার ক্রাইটোরিয়া পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। বাকি চারটির লাইসেন্স বাতিল করা হয়েছে।
No comments