ইসরাইলি সেনাদের গুলিতে সাংবাদিকসহ ৯ ফিলিস্তিনী নিহত
নিজেদের
অধিকার আদায়ের দাবিতে র্যালি করতে গিয়ে ইসরাইলি সেনাদের গুলিতে নিহত
হয়েছেন কমপক্ষে নয় ফিলিস্তিনি। নিহতদের মধ্যে এক সাংবাদিকও রয়েছেন। আহত
হয়েছেন কমপক্ষে এক হাজার। ১৯৪৮ সালে আরব যুদ্ধের সময়ে গাজা এলাকার বিশাল
এলাকার অধিকার ফিলিস্তিনিদের কাছ থেকে কেড়ে নেয় ইসরাইল। সেই অধিকার ফেরত
পাওয়ার দাবিতে আন্দোলন করছিলেন ফিলিস্তিনিরা। এ সময় তাদের ওপর নির্দয়ভাবে
গুলি চালায় ইসরাইলি সেনারা। এতে ওসমান কাদেই (৩৮), মাজদি রামাদান সভাত,
হোসেন মাদি (১৬), ইব্রাহিম আল ওউর (২০), সিদকি আবু ওতেইবি, মোহাম্মদ হাজ
সালেহ (৩৩) ও আলা আল জামালি (১৭) নিহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় আরো দুজন
মারা যায়। এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা। এতে বলা হয়, ফিলিস্তিনের
স্বাস্থ্য বিষয়ক মন্ত্রণালয় শুক্রবার বলেছে, ইসরাইলি বাহিনী দখলকৃত গাজা
উপত্যকায় সরাসরি ভারী গোলা নিক্ষেপ করে। এতে কমপক্ষে ২৯৩ জন আহত হন। এ সময়
গাজা উপত্যকায় সমবেত হয়েছিলেন বিপুলসংখ্যক ফিলিস্তিনি। তাদের ওপর কাঁদানে
গ্যাস ছোড়া হয়েছে। এতে শত শত ফিলিস্তিনি আক্রান্ত হয়েছেন। ৩০শে মার্চ
বিক্ষোভের সময় গুলি করা হয়েছিল ফিলিস্তিনি নাগরিক থায়ের রাবাকে। শুক্রবার
সকালের দিকে তিনি মারা গেছেন। বেশ কয়েক সপ্তাহ ধরে ফিলিস্তিনিরা তাদের
অধিকার আদায়ের জন্য বিক্ষোভ করছেন। এর নাম দেয়া হয়েছে গ্রেট মার্চ অব
রিটার্ন। এর প্রধান বার্তা হলো- ১৯৪৮ সালের আরব যুদ্ধ, যা নাকবা নামে
পরিচিত, সেই যুদ্ধের সময় ফিলিস্তিনিদের কাছ থেকে তাদের বসতবাড়ির যে অধিকার
কেড়ে নিয়েছে ইসরাইল, তা ফিরিয়ে দিতে হবে। গাজার প্রায় ২০ লাখ মানুষের মধ্যে
প্রায় শতকরা ৭০ ভাগকেই তাদের বাড়িঘর থেকে উচ্ছেদ করা হয়েছে। বর্তমানে তারা
বসবাস করেন একটি এলাকায়। এটি যুক্তরাষ্ট্রের ডেট্রয়েট শহরের সমান আকারের। এ
এলাকাকে এখন আখ্যায়িত করা হয় বিশ্বের সবচেয়ে বড় উন্মুক্ত কারাগার হিসেবে।
No comments