মোশতাকের ম্যুরালে থুতু ও জুতা

 শনিবার দুপুরে স্বাধীনতার সূতিকাগার মুজিবনগর আম্রকাননে বাংলাদেশ মানচিত্রের ভাস্কর্যের পাশে প্রবাসী সরকারের পররাষ্ট্রমন্ত্রী খুনী ও জাতীয় বেইমান মোশতাক আহম্মেদের মু্যরালে থুতু ও জুতা নিপে করেই ানত্ম হয়নি।
এক পর্যায়ে চোখের চশমা ভেঙ্গে দিয়েছে বিপ্তি জনতা ও কেন্দ্রীয় আওয়ামী লীগ নেত্রীগণ। এ ব্যাপারে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও কেন্দ্রীয় আওয়ামী লীগ নেত্রী চেমন আরা বেগম (এমপি) বলেন, চারদলীয় জোট সরকার পরিকল্পিতভাবে জাতীয় চার নেতার মু্যরালের সারিতে জাতীয় বেইমান মোশতাকের মু্যরালকে প্রতিস্থাপন করেছে। যা অত্যনত্ম দুঃখজনক ও ঘৃণিত, উক্ত ব্যক্তির মু্যরাল ভেঙ্গে ফেলার দাবি করেছে। এ সময় তার সঙ্গে থাকা ব্যারিস্টার তানিয়া আমীর, আসমা জেরিন ঝুমু (এমপি)সহ বিপ্তি জনতা মোশতাকের মুর্যালের ওপর জুতা দিয়ে চপেটাঘাত ও থুতু নিপে করতে থাকে এবং তার মু্যরালটি ভেঙ্গে ফেলার জন্য সেস্নাগান দিতে থাকে। উলেস্নখ্য, প্রতিনিধি ব্যক্তিদের অধিকারভিত্তিক খসড়া আইন প্রণয়নে ঐতিহাসিক মুজিবনগরে ২ দিনব্যাপী জাতীয় কর্মশালা শেষে নেতৃবৃন্দ মুজিবনগরে মানচিত্রের ও ভাস্কর্য দেখতে গিয়ে মোশতাকের মু্যরাল দেখে প্তি হলে এ ঘটনাটি ঘটেছে।

No comments

Powered by Blogger.