পিলখানা হত্যাকা- আরও ৮ জন গ্রেফতার রিমান্ডে

কোর্ট রিপোর্টার রাজধানীর পিলখানায় বিডিআর সদর দফতরে সংঘটিত নারকীয় হত্যাকা-ের ঘটনায় নতুন করে আরও ৮ জনকে গ্রেফতার করে রিমান্ডে নেয়া হয়েছে।
গ্রেফতারকৃতরা হলো সিপাহী মোঃ শুকুর আলী, নায়েক মোঃ আনোয়ার হোসেন, হাবিলদার এসএম সাইদুর রহমান, সিপাহী মাইনুল ইসলাম, সিপাহী মোঃ জাহিদুল ইসলাম, সিপাহী রাখাল চন্দ্র, নায়েক আবুল কালাম আজাদ ও সিপাহী আইয়ুব আলী। অপর ১ আসামি সিপাহী আরব আলীকে গ্রেফতার দেখানো হয়েছে। সে বর্তমানে নেত্রকোনা কারাগারে আটক আছে। এ ছাড়াও রিমান্ডফেরত আরও ৩ জওয়ানকে পুনরায় রিমান্ডে নেয়া হয়েছে। রিমান্ডকৃতদের মধ্যে সিপাহী নুরে আলম মিয়াকে ২ দিন ও সিপাহী আবুল হাসান ও আফতাবুর রহমানকে ১ দিন করে রিমান্ডে নেয়া হয়েছে। মঙ্গলবার মামলার তদনত্মকারী কর্মকর্তা সিআইডির বিশেষ পুলিশ সুপার আব্দুল কাহার আকন্দ তাদের গ্রেফতার করে ১০ দিনের পুলিশ রিমান্ডের আবেদন করেন। মহানগর হাকিম দিলারা আলো চন্দনা শুনানি শেষে প্রত্যেকের ৫ দিন করে রিমান্ড মঞ্জুর করেন। গত বছরের ২৫-২৬ ফেব্রম্নয়ারী রাজধানীর পিলখানায় বিডিআর সদর দফতরে বিডিআর জওয়ানরা ৭৩ সেনা কর্মকর্তাকে হত্যা করে। এ ঘটনায় প্রথমে লালবাগ থানায় এবং পরে নিউমার্কেট থানায় মামলা দায়ের করা হয়।

No comments

Powered by Blogger.