চিত্র বিচিত্র-৩ হাজার বছরের পুরনো মুদ্রা আবিষ্কার

চীনের মঙ্গোলিয়া অঞ্চলে সাড়ে তিন হাজার কেজি প্রাচীন মুদ্রা আবিষ্কার করেছেন প্রতœতত্ত্ববিদেরা।
আবিষ্কৃত বেশির ভাগ মুদ্রাই খ্রিষ্টপূর্ব ২০২-২২০ সালে হান শাসনামলে প্রচলিত ছিল। গত রোববার সিনহুয়ার প্রতিবেদনে এ খবর জানানো হয়। ইনস্টিটিউট অব কালচারাল রেলিক অ্যান্ড আরকিউলোজির গবেষক নিয়ন জিলিন জানান, হোউলিউচেডেং শহরে তিন হাজার বছরের পুরনো মুদ্রা উদ্ধার করা হয়েছে। লিয়ন আরো জানান,  বেশির ভাগ মুদ্রাই হান শাসনামলে প্রচলিত ছিল। ধারণা করা হচ্ছে, এ সরঞ্জামগুলো চীনের পশ্চিমাঞ্চলে হান বংশের উদি সম্রাটের শাসনামলের।

সাংস্কৃতিক নিদর্শন হিসেবে হোউলিউচেডেং শহরকে হান শাসনামলের একটি গুরুত্বপূর্ণ শহর হিসেবে মনে করা হয়।

No comments

Powered by Blogger.