শীর্ষ নেতাদের পদত্যাগের গ্রহণযোগ্যতা নেই শিবির সভাপতি

 সেক্রেটারিসহ শিবিরের শীর্ষ নেতাদের পদত্যাগের কোন গ্রহণযোগ্যতা নেই বলে দাবি করেছেন সংগঠনের সভাপতি রেজাউল করিম। তাঁর দাবি, নির্বাচন চলাকালে বিদায়ী পরিষদের কোন কার্যকারিতা থাকে না।
তাই পরিষদের সদস্য হিসেবে পদত্যাগেরও সুযোগ নেই। তারপরেও সভাপতির নিকট পদত্যাগপত্র পেশ না করে প্রচার মাধ্যমে তা পরিবেশন করা দুর্ভাগ্যজনক, অপ্রত্যাশিত, অনাকাঙ্ৰিত ও অসাংবিধানিক।নেতাদের গণপদত্যাগের একদিন পরে মঙ্গলবার রাতে এক বিবৃতিতে শিবির সভাপতি এই দাবি করেন। তিনি আরও বলেন, ২৪ জন পদত্যাগ করেছেন মর্মে যে তথ্য পরিবেশিত হয়েছে তা সঠিক নয়। কাউকে সম্বোধন না করে সাদা কাগজে ১৮ জন ভাই সই করেছেন বলে শুনেছি। আরও উলেস্নখ্য যে, স্বাৰরকারী ১৮ জন ভাইয়ের মধ্যে ৯ জন ভাইয়ের স্বাভাবিক ছাত্রজীবন ইতোপূর্বেই শেষ হয়েছে। তিনি বলেন, যখন দেশে ইসলামী ছাত্রশিবিরকে নির্মূল করার চক্রানত্ম চলছে তখন এমন ভূমিকা থেকে সকলেরই বিরত থাকা উচিত।

No comments

Powered by Blogger.