মেধাবী মুখ

ব্যারিস্টার এ্যাট ল ডিগ্রী লাভ নাঈন হাসান ব্যারিস্টারী ডিগ্রী লাভ করেছেন। নাঈম হাসান ইউনিভার্সিটি অব গ্রীন উইচ থেকে এলএলবি (অনার্স), লিডস মেট্রোপলিটন ইউনিভার্সিটি থেকে এলএলএম/ পিজিডিপ,
রিডস মেট্রোপলিটন ইউনিভার্সিটি থেকে পিজিডিপ/ এলপিসি, ম্যানচেস্টার ইউনিভার্সিটি, ব্যারিস্টার এট ল’ ডিগ্রী লাভ করেন। তার পিতা হাসান জামিল সাত্তার, মাতা মাহমুদা হাসান। কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার হাসানপুর গ্রামে নাঈম হাসানকে গত ২২ নবেম্বর সংবর্ধনা দেয়া হয়। তিনি সকলের দোয়াপ্রার্থী। পিএইচডি ডিগ্রী লাভ আমিনুর রহমান মোঃ তারেক সম্প্রতি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হতে পিএইচডি ডিগ্রী অর্জন করেছেন। তার গবেষণার বিষয় ছিল “স্টেকহোল্ডার পার্টিসিপেশন এজ ম্যানেজমেন্ট টুল ফর এ সাসটেইনেবল সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেম ইন দি কক্সবাজার সি বিচ, বাংলাদেশ”। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বন বিদ্যা ও পরিবেশ ইনস্টিটিউটের অধ্যাপক ড. মোজাফ্ফর হোসেনের তত্ত্বাবধানে তিনি গবেষণা কার্যক্রম পরিচালনা করেছেন। বর্তমানে তিনি জীবন বীমা কর্পোরেশনে জেনারেল ম্যানেজার-হিসাব ও অর্থ এবং সরকারের উপ-সচিব হিসেবে কর্মরত। তিনি সকলের দোয়াপ্রার্থী।

No comments

Powered by Blogger.