মইনের আবেদন খারিজ টুকুর মানহানির মামলা চলবে

কোর্ট রিপোর্টার সাবেক সেনাপ্রধান জেনারেল মইন উ আহমেদের বিরম্নদ্ধে সাবেক বিদু্যত প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর দায়ের করা মামলা চলবে।
এক শ' কোটি টাকা মানহানির ৰতিপূরণ মামলাটি খারিজের জন্য মইন উ আহমেদের দরখাসত্ম খারিজ করে দিয়েছেন বিচারক এস এম সাইফুল ইসলাম। রবিবার এ সংক্রানত্ম আদেশদানের জন্য দিন ধার্য ছিল। মইন উ আহমেদের মাল ক্রোকসংক্রানত্ম শুনানি ৩১ জানুয়ারি।
উলেস্নখ্য, সাবেক বিদু্যত প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বাদী হয়ে ঢাকার ৩য় যুগ্ম জেলা জজ আদালতে গত ১২ জুলাই মইন উ আহমেদের বিরম্নদ্ধে এক শ' কোটি টাকার মানহানির ৰতিপূরণ চেয়ে মামলা দায়ের করেন। টুকু অভিযোগ করেন, বিবাদী মইন উ আহমেদ ২০০৭ সালের ২৭ মার্চ এক অনুষ্ঠানে ইলেকট্রনিক মিডিয়ার সামনে বাদীকে প্রত্যৰভাবে ইঙ্গিত করে মিথ্যা তথ্য উপস্থাপন করে বলেন, বিগত ৪ দলীয় জোট সরকারের আমলে বিদু্যত খাতে ২০ হাজার কোটি টাকা দুনর্ীতির মাধ্যমে লুটপাট করা হয়েছে। এতে তাঁর পারিবারিক সুনাম ক্ষুণ্ন হয়।

No comments

Powered by Blogger.