শিবিরের ধারাবাহিক হত্যাকাণ্ডের একটি- রাজশাহীর হত্যা বিচ্ছিন্ন ঘটনা নয়- তবে কালসাপকে আঘাত করে ছেড়ে দিতে নেই- সংবাদ ভাষ্য

রাজশাহীতে ইসলামী ছাত্র শিবির যে হত্যাকা- ঘটিয়েছে এটা জামায়াত শিবিরের ধারাবাহিক হত্যাকা-ের একটি। এটা কোন বিচ্ছিন্ন ঘটনা নয়। তাদের কোন নতুন পরিকল্পনাও নয়।
১৯৭১ সালে পাকিসত্মানী জেনারেল রাও ফরমান আলীর নেতৃত্বে যে পরিকল্পনা জামায়াতে ইসলামী ও তাদের আলবদর নেতারা তৈরি করেছিল এটা তারই ধারাবাহিকতা। ১৯৭১ সালের ডিসেম্বর থেকে তারা এই কাজ শুরম্ন করে। এমনকি ১৬ ডিসেম্বরের পরে যখন গোটা জাতি বিজয় উৎসব করছে তখনও তারা অবরম্নদ্ধ মিরপুরে সুযোগ পেয়ে জহির রায়হানকে গুম ও হত্যা করে ওই পরিকল্পনা অনুযায়ী কাজ করে। তারপরে ৭২ থেকে ৭৫ এর ১৫ আগস্ট অবধি তারা যে একেবারে নিশ্চুপ ছিল তাও কিন্তু নয়। তখন তাদের মূল নেতারা পাকিসত্মানসহ বিভিন্ন জায়গায় গিয়ে স্থান নিয়েছিল ঠিকই কিন্তু দেশের ভিতর তারা সক্রিয় ছিল। (বাকি অংশ চতুরঙ্গ পাতায় দেখুন)

No comments

Powered by Blogger.