মাদক চোরাচালান-ইন্দোনেশিয়ায় ব্রিটিশ নারীর মৃত্যুদণ্ড

মাদক চোরাচালানের দায়ে এক ব্রিটিশ নারীর মৃত্যুদণ্ড দিয়েছেন ইন্দোনেশিয়ার একটি আদালত। গতকাল মঙ্গলবার ডেনপাসার ডিস্ট্রিক্ট কোর্ট এই রায় দেন।
৫৬ বছর বয়সী লিন্ডসে স্যান্ডিফোর্ড নামের ওই নারীকে গত বছর মে মাসে দেশটির পর্যটন দ্বীপ বালির বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়।
এ সময় তাঁর স্যুটকেসে ৪ দশমিক ৮ কেজি কোকেন পাওয়া যায়, যার খুচরা মূল্য ২৫ লাখ ডলার। তিনি থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক থেকে বালিতে গিয়েছিলেন।
ইংল্যান্ডের গ্লুসেস্টারশায়ারের বাসিন্দা লিন্ডসে দাবি করেন, একটি অপরাধী চক্র তাঁকে দিয়ে জোর করে মাদক বহন করিয়েছে। ওই অপরাধী চক্র তাঁর সন্তানকে মেরে ফেলার হুমকি দিয়েছিল। সূত্র : বিবিসি।

No comments

Powered by Blogger.