পুলিশ সপ্তাহ উদ্বোধনে প্রধানমন্ত্রী-পুলিশকে হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চাই না

পুলিশকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারে বিশ্বাস করেন না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল মঙ্গলবার সকালে রাজারবাগ পুলিশ লাইন মাঠে পুলিশ সপ্তাহ ২০১৩ উদ্বোধনের সময় প্রধান অতিথির ভাষণে তিনি বলেন, 'আমরা পুলিশ বাহিনীকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চাই না।
পুলিশ আইন অনুযায়ী জননিরাপত্তা বিধানে কাজ করবে। পুলিশ সম্পর্কে মানুষের মধ্যে আস্থা ফিরে এসেছে। এ আস্থা ধরে রাখতে হবে। আইন ভঙ্গকারীরা যতই শক্তিশালী হোক, তাদের আইনের আওতায় আনা পুলিশের কাজ।'
এ সময় মন্ত্রিপরিষদের সদস্য, বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা, সংসদ সদস্য ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সকালে রাজারবাগ পুলিশ লাইনে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর, প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শামসুল হক টুকু ও পুলিশের মহাপরিদর্শক হাসান মাহমুদ খন্দকার। পুলিশ সপ্তাহের উদ্বোধন ঘোষণার আগে প্রধানমন্ত্রী পুলিশ বাহিনীর বর্ণাঢ্য কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন। এরপর কৃতিত্বপূর্ণ কাজের জন্য অতিরিক্ত আইজিপি থেকে কনস্টেবল পর্যন্ত ৬৭ জন পুলিশ সদস্যকে বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) ও রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পরিয়ে দেন প্রধানমন্ত্রী।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আরো বলেন, 'দুষ্টের দমন ও শিষ্টের পালনই পুলিশের প্রধান দায়িত্ব। এ দায়িত্ব নিয়েই পুলিশ বাহিনী কাজ করে যাচ্ছে। সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে পুলিশ সদস্যদের দায়িত্ব পালন করতে হবে। পুলিশি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে। বাংলাদেশ পুলিশ একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা, আইনের শাসন, প্রাতিষ্ঠা, সন্ত্রাসী ও অপরাধ দমন, গণতন্ত্র ও মানবাধিকার রক্ষার জন্য পুলিশ কাজ করে আসছে।'
পুলিশের সুযোগ-সুবিধা বাড়ানোর বিষয় উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, 'বর্তমান সরকার ক্ষমতায় আসার পর জাতির পিতা প্রদত্ত আইজিপির পদমর্যাদা পুনঃপ্রবর্তন করা হয়েছে। ৭৩৩টি ক্যাডার ও ৩২ হাজার পদ সৃষ্টি করা হয়েছে। এসব পদের বিপরীতে ৫০০ ক্যাডার ও ২৭ হাজার ৫১৬ পদে নিয়োগপ্রক্রিয়াও শেষ হয়েছে। ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় এসে পুলিশের বাজেট ৬০০ কোটি থেকে বাড়িয়ে ৮০০ কোটি টাকায় উন্নীত করেছিল। পুলিশ সদস্যদের বেতন-ভাতা বৃদ্ধি, ঝুঁকি ভাতা, টিফিন ভাতা, কল্যাণ ভাতা, রেশনের ব্যবস্থা, থানা ও পুলিশ ব্যারাকের উন্নয়ন, হাসপাতাল নির্মাণসহ সুযোগ-সুবিধা বাড়ানো হয়েছে।'
প্রধানমন্ত্রী আরো বলেন, 'দায়িত্বরত অবস্থায় আহত হলে একজন পুলিশ সদস্যের চিকিৎসার জন্য ৫০ হাজার টাকার অনুদান বাড়িয়ে এক লাখ টাকা করা হয়েছে। কেউ নিহত হলে তাঁর পরিবারকে তিন লাখ টাকার অনুদান বাড়িয়ে পাঁচ লাখ টাকা করা হয়েছে।'
পুলিশকে দরিদ্রদের আইনি সহায়তা দেওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, 'অনেক দরিদ্র মানুষ মিথ্যা মামলার শিকার হয়। আমরা ৪১ হাজার দরিদ্র মানুষকে আইনি সহায়তা দিয়েছি। আমরা দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছি। দুদক ও বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করছে।'
জাতিসংঘ শান্তি মিশনে বাংলাদেশ পুলিশের ভূমিকার প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, 'জাতিসংঘের মিশনে আমাদের সবচেয়ে বেশি সদস্য আছে। মহিলা ইউনিট প্রশংসনীয় ভূমিকা পালন করছে। এ জন্য পুলিশ বাহিনীকে ধন্যবাদ।'

No comments

Powered by Blogger.