সিলেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩ কোটি টাকার ক্ষয়ক্ষতি

 সিলেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ৩ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। পুড়ে গেছে শতাধিক দোকানপাট ও কলোনির ঘর। রবিবার সন্ধ্যা সাড়ে ৬টায় নগরীর খোজারখলা পুরনো রেলস্টেশন এলাকায় এ অগি্নকা- ঘটে।
অল্পের জন্য রা পায় যমুনা ও পদ্মা অয়েলের জোনাল ডিপো। আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো নগরীতে। বন্ধ করে দেয়া হয় বিদু্যত ও গ্যাস সরবরাহ। দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার ব্রিগেড। একটি খোলা তেলের দোকানে অগি্নকা-ের সূত্রপাত ঘটলে মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে আশপাশের ১০টি গ্যাস সিলেন্ডারের দোকানে । বিকট শব্দে বিস্ফোরণ ঘটতে থাকে সিলেন্ডারের। তেল ও গ্যাস ছড়িয়ে পড়লে এলাকাজুড়ে অগি্নবলয়ের সৃষ্টি হয়। পুড়ে যায় এলাকার অর্ধশত দোকান ও একটি কলোনির ৪০টিরও বেশি ঝুপরি ঘর। উদ্ধার হয়নি কোন মালামাল। খবর পেয়ে ফায়ার ব্রিগেড উত্তর ও দণি সুরমা দ্রম্নত অকুস্থলে পেঁৗছে প্রথমে যেতে পারেনি অগি্নবলয়ের কাছে। খবর দেয়া হয় তাজপুরস্থ ফায়ার ব্রিগেডকে। তিনটি ফায়ারস্টেশনের অগি্ননির্বাপক গাড়ি এসে আগুন নেভাতে শুরম্ন করলে রাত ৮টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ফলে রা পায় যমুনা ও পদ্মা অয়েলের জোনাল ২টি ডিপো। রা পায় নগরীর দণি সুরমাস্থ বিসত্মীর্ণ এলাকা। এ অগি্নকা-ের ফলে অর্ধশতাধিক পরিবার খোলা আকাশের নিচে অবস্থান করছে।

No comments

Powered by Blogger.