বিশ্ব জাকের মঞ্জিলে লাখ লাখ ভক্তের মিলনমেলা বসেছে by মহিউদ্দিন আহমেদ

 আল্লাহকে পেতে আল্লার অলির দরবারে যেন শ্রেষ্ঠ সৃষ্টির মিলনমেলা বসেছে ফরিদপুরের বিশ্ব জাকের মঞ্জিলে। হিন্দু, মুসলিম বৌদ্ধ, খ্রীস্টানসহ সব ধর্মের প্রায় লাখ লাখ মানুষের সমাগম ঘটেছে এবারের উরসে।
উরসে আগতদের সঙ্গে কথা বলে জানা গেল_তারা এখানে আসেন ষোল আনা বিশ্বাস নিয়ে। কারণ এখানে ইসলামের সত্য তরিকা পালন করা হয়। ইসলামের নামে জামায়াতে ইসলামের মতো ধর্মবিরোধী কোন কাজ করে না। যারা জামায়াত ইসলামের মিথ্যা প্রচারণায় অন্ধ হয়ে গেছে তাদের চোখ খোলার জন্য জাকের মঞ্জিলের উরসে আসার আহবানও জানিয়েছেন তাদের অনেকে। চার দিনের উরসের দ্বিতীয় দিন রবিবার দেখা গেছে, ২৫ বর্গকিলোমিটার জুড়ে খোদা অন্বেষী মানুষের অভ্থতপূর্ব জনসমুদ্র। বিভিন্ন ধর্মের মানুষের অবারিত প্রাণপ্রাচুর্য আর আত্মোৎসর্গের বাসনায় উদ্বেল মানুষগুলো এখন দুনিয়ার সকল পঙ্কিলতার উর্ধে। চলতি উরস গত সাড়ে ছয় দশকের সকল রেকর্ডকে অতিক্রম করেছে। ১০ কিলোমিটার দূরের পুকুরিয়ার প্রবেশ পথ, ৮ কিলোমটিার দূরের পিয়াজখালী ও চন্দ্র পথের প্রবেশ পথ অচল হয়ে পড়ে। বিশ্বের ৬০ দেশের মানূষ এবারে উরসে অংশ গ্রহণ করেছে। উরসের দ্বিতীয় দিন ফজরের আজান থেকে রাত ১২টা পর্যনত্ম ওয়াক্তিয়া নামাজের সঙ্গে সঙ্গে নফল ইবাদত বন্দেগি জেকের আসকার, দফায় দফায় মিলাদ মাহফিল ও বিশেষ মোনাজাত। এর মাঝে মাঝে পীরজাদা খাজা মাহফুযুল হক মুজাদ্দেদী এবং পীরজাদা খাজা মোসত্মফা আমীর ফয়সাল মুজাদ্দেদী মূল মঞ্চে এসে বিশেষ সাৰাত এবং নসিহত প্রদান করেন। বিশ্ব এজতেমার মতো দেশের বিভিন্ন জেলা থেকে আসা মানুষ পৃথক পৃথক তাঁবু টানিয়ে রাত যাপন করছেন, ওয়াজ শুনছেন। তাছাড়া তিনটি উপজেলার গ্রামবাসী নিজের সাধ্য অনুযায়ী স্বতঃস্ফূর্তভাবে মেহমানদের আশ্রয় দিয়েছে নিজের বাড়িতে। উরসে আসা বিপুল সংখক মানুষকে নিরাপত্তা দিতে আট শ' পুলিশ সদস্য এবং লৰাধিক কমর্ী স্বেচ্ছাশ্রমে নিয়োজিত রয়েছে। নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন গুরম্নত্বপূর্ণ পয়েন্টে বসানো হয়েছে শতাধিক সিসিটিভি ক্যামেরা। অন্যান্য বছর নানা ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটলেও এবার আইনশৃঙ্খলা বাহিনীর তৎপর থাকায় গত দুই দিন ওই রকম কোন অঘটন ঘটেনি বলে জানা গেছে। সকল মানুষকে বিনা পয়সায় আহারের ব্যবস্থা করে বিশ্ব জাকের মঞ্জিল। সিলেট থেকে উরসে আসা হাফেজ নিজাম উদ্দিন বলেন, ষোল আনা বিশ্বাস নিয়ে তারা জাকের মঞ্জিল আসেন। কারণ এখানে ইসলামের সত্য তরিকা পালন করা হয়। ইসলামের নামে জামায়াত ইসলামের ন্যায় ধর্মবিরোধী কোন কাজ করে না। যারা জামায়াতে ইসলামের মিথ্যা প্রচারণায় অন্ধ হয়ে গেছে তাদের জাকের উরসে আসার আহবান জানিয়ে বলেন, এখানে আসলে তাদের ভুল ভেঙ্গে যাবে। ঠাকুরগাঁও থেকে আসা ডাক্তার প্রণব রায় বললেন_ ব্যবসা বাণিজ্যের উন্নতি এবং সংসারে সুখশানত্মি কামনা করে তিনি এ দরবারে এসেছেন। তার মতে ভিন্ন ধর্মের হাজার হাজার লোক এসেছেন একই নিয়ত নিয়ে।

No comments

Powered by Blogger.