একজন রজব আলী by হাসান শরীফ

আরব আলীর ছোট ছেলে রজব আলী ডন
বাস করে সে ঢাকার শহর নিউ ইস্কাটন
দেখতে কালো এবং মোটা তবে একটু বেঁটে
হেথা হোথা অন্য কোথা চলে হেঁটে হেঁটে
দুষ্টু ভীষণ রজব আলী লেখাপড়ায় বেশ
শখ হলো তার হেঁটে হেঁটেই ঘুরবে সারা দেশ
আজগুবি তার শখগুলো যে নানা রকম খেয়াল
চায় গড়তে চীনের মতোই বাংলাদেশি দেয়াল

নানা রকম ভাবনা আরও দেয় যে মাথায় উঁকি
হয়নি বড় কেউ কখনো না নিয়ে কোনো ঝুঁকি।
রজব আলীর স্বপ্ন চোখে দেশটা হবে মডেল
থাকবে সবাই মিলেমিশে সুখশান্তি অঢেল

যে যা বলে রজব আলী নিজের মতোই বোঝে
ঘুরে বেড়ায় এদিক সেদিক সৎমানুষের খোঁজে।

No comments

Powered by Blogger.