ওডেস্কের সেরা দক্ষ তালিকায় বাংলাদেশের ফ্রিল্যান্সাররা

ওডেস্কের গ্লোবাল তালিকায় বিভিন্ন ক্যাটাগরিতে প্রথম থেকে ২০তম সেরার মধ্যে থাকা বাংলাদেশি ফ্রিল্যান্সারদের মধ্যে আছেন অনেকেই। বিভিন্ন ক্যাটাগরিতে তাঁদের অবস্থান অনুযায়ী তালিকা দেওয়া হলো—


ওয়েব ডেভলপমেন্ট (১৪ হাজার ১৪৭ জন)
 ওয়েব প্রোগ্রামিং, ওয়েব প্রকল্প ব্যবস্থাপনা এবং অন্যান্য: সজীব সরকার (১৫তম, সপ্তম ও ১১তম)

সফটওয়্যার ডেভলপমেন্ট (সাত হাজার ৭৫৭ জন)
 স্ক্রিপ্ট ও ইউটিলিটিস, ভিওআইপি: সাঈদ ইসলাম (সপ্তম) ও (তৃতীয়)

নেটওয়ার্ক ও ইনফরমেশন সিস্টেমস (তিন হাজার ৪৮ জন)
 ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেশন ও ইআরপি/সিআরএম ইমপ্লিমেন্টেশন: সাঈদ ইসলাম (১৩তম ও নবম)

লেখালেখিও অনুবাদ (নয় হাজার ৯৯০ জন)
 অনুবাদ ও অন্যান্য: তাজমুল (অষ্টম ও ১৬তম)
 অনুবাদ: অমিত নন্দী (১৭তম)
 সৃজনশীল লেখালেখি: রিদওয়ান বিল্লাহ (১৫তম)
ফারহানা জেসমিন (১৬তম)

প্রশাসনিক সহযোগিতা (১৪ হাজার ৫৯৪ জন)
 ডেটাএন্ট্রি, পারসোন্যাল অ্যাসিসট্যান্ট, মেইল রেসপন্স, অন্যান্য: সৈয়দ রুমেল (তৃতীয়, দ্বিতীয়, প্রথম, প্রথম)
 অন্যান্য: এম এম রহমান (নবম), ফারুক আজম (১২তম), রিয়াজ উদ্দিন আহমেদ (১৭তম)

ডিজাইন ও মাল্টিমিডিয়া (আট হাজার ৫৭৩ জন)
 ভিডিও ট্যালেন্ট: মো. তানভীর হাসান (১৭তম)

গ্রাহক সেবা (ছয় হাজার ৪৭৩ জন)
 কাস্টমার সার্ভিস অ্যান্ড সাপোর্ট, টেকনিক্যাল সাপোর্ট, ফোন সাপোর্ট, অর্ডার সাপোর্ট ও অন্যান্য: শাফকাত শিশির (নবম, পঞ্চম, ষষ্ঠ, চতুর্থ ও ষষ্ঠ)

বিক্রয় ও বিপণন (১২ হাজার ১২৯ জন)
 অ্যাডভার্টাইজিং, এসইও, এসইএম ও এসএমএস: আবদুর রহমান বেপারী (১৭তম, ১৬তম, ১৫তম ও ১৪তম)
 এসইও, এসইএম ও এসএমএম: মাহমুদা (নবম, অষ্টম ও ষষ্ঠ)

ব্যবসায় সেবা (চার হাজার ৬২৯ জন)
 অ্যাকাউন্টিং, বুক কিপিং ও স্ট্যাটিক্যাল অ্যানালাইসিস: সানাউল ইসলাম (১২তম, ১২তম ও ১২তম)
 ফিন্যানশিয়াল সার্ভিসেস অ্যান্ড প্ল্যানিং:
মোবারক হোসেন (২০তম)
 লিগ্যাল: মোহাম্মদ (১৪তম), মিনহাজুল আবেদীন (১৯তম)
 পরিসংখ্যানগত বিশ্লেষণ: জয়নুল আবেদীন (১৭তম)
 অন্যান্য: জিয়াউল (১১তম)

বিষয়ভিত্তিক দক্ষতার তালিকা
 লিনাক্স, অ্যাসটারিস্ক ও ভিওআইপি: সাঈদ ইসলাম (প্রথম)

No comments

Powered by Blogger.