দেশে দুর্নীতির সহায়ক পরিবেশ সৃষ্টি করেছে সরকার: আনোয়ার

দেশে এখন দুর্নীতির সহায়ক পরিবেশ সৃষ্টি হয়েছে। আর এ আবহ সরকারই সৃষ্টি করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার।গতকাল বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা এম কে আনোয়ার এ অভিযোগ করেন।


তিনি কুইক রেন্টাল বিদ্যুৎকেন্দ্রের মাধ্যমে দুর্নীতি, শেয়ারবাজার কেলেঙ্কারি ও হলমার্কের ঋণ কেলেঙ্কারির কথা উল্লেখ করে বলেন, ‘দুর্নীতি করলে কেউ কিছু করবে না, পদোন্নতি হবে—এ রকম একটি আবহাওয়া সরকার সৃষ্টি করেছে।’
এম কে আনোয়ার বলেন, ‘রাষ্ট্রায়ত্ত একটি ব্যাংক থেকে চার হাজার কোটি টাকা লোপাটের ঘটনাকে অর্থমন্ত্রী তেমন কোনো টাকা নয় বলে মন্তব্য করেছেন। এর অর্থ দাঁড়ায় অর্থমন্ত্রীর কাছে এর থেকে বেশি লোপাটের ঘটনা জানা আছে।’
পদ্মা সেতু নির্মাণে সরকারের আন্তরিকতার অভাব রয়েছে মন্তব্য করে এম কে আনোয়ার বলেন, ‘আসলে বর্তমান সরকার চায় না দেশে পদ্মা সেতু হোক। তারা কীভাবে লুটপাট করা যাবে, সেই ধান্ধায় আছে।’
ডেসটিনি গ্রুপের অর্থ কেলেঙ্কারির অভিযোগ তুলে ধরে এম কে আনোয়ার বলেন, ‘ওই কোম্পানির চেয়ারম্যান হারুন অর রশীদ ক্ষমতাসীন দলের লোক। এত অর্থ লুটের পরও সরকারের কোনো সংস্থা কিংবা দুর্নীতি দমন কমিশন কেউ তাকে জিজ্ঞাসাবাদ করছে না।’
‘বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিরসনের জন্য সংসদ নির্বাচনে নির্দলীয়-নিরপেক্ষ-অভিজ্ঞ সরকারপ্রধানের বিকল্প নেই’ শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করে সাংবিধানিক ফোরাম নামে একটি সংগঠন। সৈয়দ মার্গুব মোর্শেদের সভাপতিত্বে আলোচনায় মূল প্রবন্ধ পাঠ করেন সংগঠনের সদস্যসচিব সুরঞ্জন ঘোষ।

No comments

Powered by Blogger.