ত্রয়ী by ওয়াসিফ-এ-খোদা

বিন্নি বিন্তি বিন্দি এখন
সারা বাড়ি দাপিয়ে বেড়ায়
দাদার ঘরে টেবিল ল্যাম্প ঘোরায় এবং ফেরায়রিমোট চেপে টিভি চালায়


ওদের ভয়ে আরশোলা আর টিকটিকিরা পালায়!

দাদা বলে—বীর কন্যা ওরা
‘ঝোলাবুড়ি’ ‘ভুতুবাবা’-র কপাল পোড়া!
ভয় কিছুতেই পায় না মোটে—
সাহস পেতে দৌড়ে এসে কোলে ওঠে!

দাদুর সাথে গল্পে মাতে
সাতসকালে দুপুর রাতে—
রাক্ষস-খোক্কস রাজা-রানি
ঠাকুরমার ঝুলিখানি
সবই ওদের নখদর্পণে,
এসএমএস পাঠায় ওরা মোবাইল ফোনে।

‘ওগি’ ‘টিকু’ ‘ডোরেমন’
টিভি পর্দায় ঘোরে মন
কার্টুন দ্যাখে খেলা করে
ছবি আঁকে লেখে পড়ে
ওরা এখন ইশকুলে যায়
পরীক্ষাতে এ-প্লাস পায়...

তিনজনে মিলমিশ কখনোবা তিনজনে ফের নালিশ
বাবালা বা মামণি বা দাদুও দেয় পালিশ
কিংবা দাদা গোল মেটাতে ডাকলে হঠাৎ সালিস
দোষ গুণ সব এ-ওর পিঠে করতে থাকে মালিশ।

No comments

Powered by Blogger.