জাবিতে ছাত্রলীগ কমর্ীকে মারধরে দু'গ্রম্নপে ধাওয়া পাল্টাধাওয়া- চার ছাত্র ৬ মাসের জন্য বহিষ্কার

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আবাসিক এক ছাত্রহলের ছাত্রলীগ কর্মীকে মারধর করার ঘটনাকে কেন্দ্র করে অপর একটি হলের ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। গত বুধবার সন্ধ্যায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও আফম কামাল উদ্দিন হলের নেতাকর্মীদের মধ্যে এ ঘটনা ঘটে।


ঘটনার জের ধরে বৃহস্পতিবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের এক ছাত্রলীগ কর্মীকে বেধড়ক মারধর করেছে আফম কামাল উদ্দিন হলের নেতাকর্মীরা। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে বৃহস্পতিবার বিকেলে ডিসিপিস্ননারি বডির এক সভায় বঙ্গবন্ধু ও কামাল উদ্দিন হলের চার ছাত্রকে ছয় মাসের জন্য সাময়িকভাবে বহিষ্কার করা হয়। বহিষ্কৃতরা হলেন, বঙ্গবন্ধু হলের ছাত্রলীগ কর্মী অমিত কুমার ম-ল (দর্শন বিভাগ ৩৮তম ব্যাচ), মোঃ রিয়াজ মাহমুদ (সরকার ও রাজনীতি বিভাগ ৩৬তম ব্যাচ) এবং কামাল উদ্দিন হলের মোঃ কামরম্নজ্জামান সোহাগ (দর্শন বিভাগ ৩৭তম ব্যাচ) ও একই বিভাগের ৩৬তম ব্যাচের ছাত্র ফরহাদ রহমান সরকার। গত বুধবার সন্ধ্যা ৬টার দিকে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে দর্শন বিভাগের একটি অনুষ্ঠানের পূর্ব প্রস্তুতি চলছিল। এ সময় কথাকাটাকাটির এক পর্যায়ে বিভাগের ৩৬তম ব্যাচের ছাত্র আফম কামাল উদ্দিন হলের ছাত্রলীগ কর্মী ফরহাদ একই বিভাগের ৩৮তম ব্যাচের ছাত্র বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে হলের ছাত্রলীগ কর্মী অমিতকে মারধর করে। এ ঘটনায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে হলের ছাত্রলীগ কমর্ীরা একত্রিত হয়ে রাত আটটার দিকে বিশ্ববিদ্যালয়ের বটতলা এলাকায় কামালউদ্দিন হলের দর্শন বিভাগের ৩৭তম ব্যাচের ছাত্র ছাত্রলীগ কর্মী কবিরকে মারধর করে। এরপর কামালউদ্দিন ও মওলানা ভাসানী হলের ছাত্রলীগ কমর্ীরা একত্রিত হয়ে রড, লোহার পাইপ ও বাঁশের লাঠি নিয়ে বঙ্গবন্ধু হলের ছাত্রলীগ কমর্ীদের ধাওয়া করে। এ সময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনার জের ধরে গতকাল বেলা সাড়ে ১১টার দিকে আফম কামাল উদ্দিন হলের ফরহাদ ও উজ্জ্বলের নেতৃত্বে ১০/১২জন বিশ্ববিদ্যালয়ের নতুন কলা ভবনের সামনে রড ও লোহার পাইপ দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের ছাত্রলীগ কর্মী বিপুলকে বেধড়ক মারধর করে। মারাত্মক আহত বিপুলকে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে নেয়া হলে তার আঘাত গুরম্নতর হওয়ার তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এই ঘটনায় দুপুর তিনটার দিকে ডিসিপিস্ননারি বডির সদস্যরা এক জরম্নরী সভায় বসেন। পরে তাঁরা ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে বঙ্গবন্ধু ও কামাল উদ্দিন হলের চার ছাত্রকে ছয় মাসের জন্য সাময়িকভাবে বহিষ্কার করার সিদ্ধানত্ম নেন।

No comments

Powered by Blogger.