শচীনের জন্য শুমাখারের প্রথাভঙ্গ

রেসের আগে সাধারণত কারও সঙ্গে দেখা করেন না জার্মান কিংবদন্তি মাইকেল শুমাখার। মনোসংযোগ নষ্ট হবে বলে কথাও বলেন না; কিন্তু শচীন বলে কথা। কিংবদন্তি ক্রিকেটারের জন্য নিয়ম ভাঙলেন মাইকেল শুমাখার। রেস শুরুর ঠিক আগে মার্সিডিজ পিটে গিয়ে শুমাখারকে জড়িয়ে ধরে শুভেচ্ছা জানালেন শচীন টেন্ডুলকার। রেসের আগে অবশ্য জার্মান কিংবদন্তি শচীনের মেয়ে সারা টেন্ডুলকার এবং স্ত্রী অঞ্জলী টেন্ডুলকারের সঙ্গেও ছবি তোলেন। শচীন অবশ্য শুমাখারকে অনুরোধ করেন, মেয়ে সারার সঙ্গে ছবি তোলার জন্য।


শুমাখারও হাসিমুখে পোজ দিয়েছেন শচীনের মেয়ে ও স্ত্রী অঞ্জলীর সঙ্গে। শুমাখার ছবি তোলার সময় কী বললেন, এমন প্রশ্নের উত্তরে সারা বলে, 'তিনি বলেছেন, আমার মেয়েও তোমার মতো।' পরে সারা যোগ করে, 'আমি ফর্মুলা ওয়ান বুঝি না, টেনিস খেলি।' ভারতে ফর্মুলা ওয়ানের অভিজ্ঞতা নিয়ে টুইটার করেছেন শচীন। তিনি লিখেছেন_ 'চেকার্ড ফ্ল্যাগ নাড়ানো। কী দুর্দান্ত অভিজ্ঞতা! আর ফ্ল্যাগটা কি-না আমি রেখেও দিতে পারলাম।' পরে টুর্নামেন্টের প্রশংসা করে তিনি লিখেছেন_ 'দুর্দান্ত সংগঠন। দারুণ ট্র্যাক। দর্শকদের জন্য অসাধারণ সুযোগ-সুবিধা। এফ ওয়ান সত্যিই আমাদের জন্য এক স্মরণীয় দিন উপহার দিয়ে গেল।' ভারতে প্রথম ফর্মুলা ওয়ান নিয়ে দারুণ সাড়া পড়ে যায়। ক্রিকেট তারকা থেকে শুরু করে বলিউড তারকারাও রেসে উপস্থিত ছিলেন। শচীন পতাকা নেড়ে ভারতে অনুষ্ঠিত প্রথম ফর্মুলা ওয়ান রেসের উদ্বোধন করেন।

No comments

Powered by Blogger.