নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের আহ্বায়কের পদত্যাগ

ক্ষোভ ও হতাশার কারণে দলীয় সব পদ থেকে পদত্যাগ করেছেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য এস এম আকরাম। গতকাল সোমবার বিকেলে দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের কাছে অব্যাহতি চেয়ে তিনি পদত্যাগপত্র পাঠিয়ে দেন।গতকাল বিকেলে পদত্যাগের এ খবর প্রকাশ পেলে এস এম আকরামের বিএনপিতে যোগ দেওয়ার গুজব ছড়িয়ে পড়ে। এ ব্যাপারে তাঁর সঙ্গে যোগাযোগ করা হলে কালের কণ্ঠকে তিনি গুজবের কথা উড়িয়ে দিয়ে বলেন, 'আপাতত বিএনপিতে যোগ দেওয়ার কোনো কারণ নেই। বেশ কয়েক বছর দল থেকে আমাকে অবমূল্যায়ন করা হয়েছে। এ জন্যই পদত্যাগ করেছি।'


তিন পৃষ্ঠার পদত্যাগপত্রে আকরাম উল্লেখ করেন, 'নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে দলের সর্বোচ্চ পর্যায়ে দুজন প্রার্থী নিয়ে অনেক আলাপ-আলোচনা, দুজনকে আগামীতে সংসদ সদস্য, জেলা কমিটির সভাপতি, মন্ত্রী-উপমন্ত্রীসহ নানা পদ ও মর্যাদা প্রদানের আশ্বাস দেওয়া হলেও আমি মেয়র পদে যোগ্যতম থাকা সত্ত্বেও এবং মনোনয়নপত্র দাখিল করার পরও আমাকে সম্পূর্ণ অবহেলা করা হয়েছে। এমনকি জেলা আহ্বায়ক হিসেবে আমারও যে মতামত থাকতে পারে এরও কোনো স্বীকৃতি পাইনি। দলীয় নেতা-কর্মী ও সাধারণ মানুষের কাছে আমাকে সুপরিকল্পিতভাবে হেয় করা হয়েছে।'
সদ্য সমাপ্ত নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে এস এম আকরাম মেয়র পদে বিজয়ী ডা. সেলিনা হায়াত আইভীর পক্ষে সরাসরি প্রচারণায় অংশ নেন।

No comments

Powered by Blogger.