ব্যাটসম্যানদের দিনে ব্যতিক্রম আরাফাত

নিজেদের সেঞ্চুরিটাকে কাল আর বেশি দূর টেনে নিয়ে যেতে পারেননি নাজিমউদ্দিন কিংবা আরমান হোসেন। তবে জাতীয় লিগের এ ম্যাচে ব্যাটসম্যানদের প্রচারণা চালিয়ে গেছেন রাজিন সালেহ, আরাফাত সালাউদ্দিন এবং অলক কাপালি। আরাফাত সালাউদ্দিনের সেঞ্চুরি এবং আরাফাত সানির ৫ উইকেট প্রাপ্তিতে বরিশালকে শাসন করছে ঢাকা মেট্রো। রাজিন সালেহর সেঞ্চুরিতে এরই মধ্যে রংপুরের বিপক্ষে ২২৪ রানের লিড নিয়েছে সিলেট। আজ প্রত্যাশিত সেঞ্চুরি পেয়ে সে ব্যবধান আরো বাড়ানোর সুযোগ আছে অলকের সামনে। সেঞ্চুরির পথ খোলা আছে রাজশাহীর ফরহাদ হোসেনের সামনেও। অপর ম্যাচে ঢাকা বিভাগকে সরাসরি হারানোর স্বপ্ন দেখছে খুলনা।
কাল মাত্র ৩ রান করেই আউট হয়ে গেছেন আগের দিনের সেঞ্চুরিয়ান আরমান। তবে তাঁর বিদায়ের পরও ঢাকা মেট্রোর রানের চাকা থামতে দেননি অলরাউন্ডার আরাফাত সালাউদ্দিন। তাঁর সেঞ্চুরি পূর্ণ হওয়ার সঙ্গে সঙ্গে ৮ উইকেটে ৪৫০ রানে ইনিংস ঘোষণা করেন মেট্রোর অধিনায়ক। এরপর বরিশালের ওপর চড়াও হন মেট্রোর বাঁহাতি স্পিনার আরাফাত সানি। মাত্র ১০ রানে তাঁর ৫ উইকেট ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যায় বরিশালের প্রথম ইনিংসকে। এতে প্রতিপক্ষের প্রথম ইনিংসের চেয়ে এখনো ৩৭৫ রানে পিছিয়ে আছে বরিশাল।
নবাগত রংপুরকে ১৩৮ রানে গুটিয়ে দিয়ে রান পাহাড় গড়ছে সিলেট। আর সেঞ্চুরিয়ান রাজিনের (১৩২) পথ ধরে হাঁটছেন সিলেটের অধিনায়ক অলক কাপালি। তাঁর আগে একই সুযোগ হাতছাড়া করেন নাদিফ চৌধুরী (৬১)। মাত্র ৪ উইকেটে ৩৬২ রান তুলে ফেলায় রংপুরের চেয়ে প্রথম ইনিংসে ২২৪ রানে এগিয়ে আছে সিলেট।
আরমানের মতো নাজিমউদ্দিনের (১২৬) সেঞ্চুরিও কাল আকাশ ছুঁতে পারেননি। রাজশাহীর দুই স্পিনার সানজামুল এবং ফরহাদ হোসেনের স্পিনে তাঁর দলের প্রথম ইনিংস থেমে গেছে ৩৭৮ রানে। জবাব ভালোই দিচ্ছে রাজশাহী। ফরহাদ রেজার ফিফটির পর আনিসুর রহমানকে সঙ্গী করে দলকে টেনে নিয়ে যাচ্ছেন এরই মধ্যে ৫০ ছাড়িয়ে যাওয়া ফরহাদ হোসেন। এ অবস্থায় চট্টগ্রামের প্রথম ইনিংস ছুঁতে রাজশাহীকে করতে হবে আরো ১৯৮ রান।
এদিকে ঢাকা বিভাগের বিপক্ষে সরাসরি জয়ের সম্ভাবনা জাগিয়ে তুলেছে খুলনা। ডলার মাহমুদ এবং আবদুর রাজ্জাকের বোলিং সাফল্যে মাত্র ১৫৮ রানে শেষ হয়ে যায় ঢাকার প্রথম ইনিংস। তৃতীয় দিনের বাকি সময়ে ৬ উইকেটে ১৫৮ রান তুলে এখন প্রতিপক্ষের চেয়ে ২২৪ রানে এগিয়ে খুলনা।

সংক্ষিপ্ত স্কোর
ঢাকা মেট্রো-বরিশাল : ঢাকা মেট্রো ১৩৮ ওভারে ৪৫০/৮ ডিক্লে. (আরমান ১১৪, মেহরাব ৫৭, আরাফাত সালাউদ্দিন ১০০*)। বরিশাল ১ম ইনিংস ৩৬ ওভারে ৭৫/৬ (আরাফাত সানি ৫/১০)।
সিলেট-রংপুর : রংপুর ১ম ইনিংস ১৩৮, সিলেট ১২১ ওভারে ৩৬২/৪ (নাদিফ ৬১, রাজিন ১৩২, অলক ব্যাটিং ৮৬, মাবুদ ব্যাটিং ৯, মাহমুদুল ৩/৭৪)।
চট্টগ্রাম-রাজশাহী : চট্টগ্রাম ১ম ইনিংস ১২২.৪ ওভার ৩৭৮/১০ (নাজিমউদ্দিন ১২৬, সানজামুল ৩/৯৪, ফরহাদ হোসেন ৩/৭৬)। রাজশাহী ১ম ইনিংস ৬০ ওভারে ১৮০/৪ (ফরহাদ হোসেন ব্যাটিং ৬৩, ফরহাদ রেজা ৬৫, আনিসুর ব্যাটিং ২৩, কাজি কামরুল ৩/২৮)।
খুলনা-ঢাকা বিভাগ : খুলনা ২২৪ ও ২য় ইনিংস ৫০ ওভারে ১৫৮/৬ (সগির ব্যাটিং ৩২, ফরিদ ব্যাটিং ২, নাজমুল অপু ৩/২৯)।
ঢাকা বিভাগ ১ম ইনিংস ৫৩ ওভারে ১৫৮ (মজিদ ৪৮, ডলার ৩/৪৯, রাজ্জাক ৪/৪৪)।

No comments

Powered by Blogger.