বিশ্রাম দরকার পেসারদের-মনে করেন শেবাগ

পেসারদের ইনজুরি অনেক দিন ধরেই ভোগাচ্ছে ভারতকে। ইংল্যান্ড সফরে প্রথম টেস্টের প্রথম ইনিংসেই ইনজুরিতে পড়েন জহির খান। দেশে সেই ইংল্যান্ডের বিপক্ষে সদ্য শেষ হওয়া সিরিজে তাঁর সঙ্গী হয়ে দলের বাইরে ছিলেন মুনাফ প্যাটেল আর ঈশান্ত শর্মাও। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজেও এই তিন পেসারকে পাচ্ছে না মহেন্দ্র সিং ধোনির দল। তাই ভরসা করতে হচ্ছে একেবারেই অনভিজ্ঞ বরুণ অ্যারন-বিনয় কুমারদের ওপর। এ সমস্যা থেকে উত্তরণে বীরেন্দর শেবাগের পরামর্শ, পেসারদের খেলাতে হবে ঘুরিয়ে-ফিরিয়ে যেন অতিরিক্ত পরিশ্রমের চাপ নিতে না হয় তাঁদের।


নিজেই ইনজুরি থেকে সেরে উঠেছেন সদ্য, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষের সিরিজে দলে ফেরার পর গতকাল তাঁর সাক্ষাৎকার নিয়েছে ভারতের কয়েকটি টিভি চ্যানেল। তারই একটিতে 'আজ তক' চ্যানেলকে তিনি বলেছেন, 'ওরা যেন অতিরিক্ত ম্যাচ খেলার চাপে না পড়ে, নির্বাচকদের সেটা নিশ্চিত করা খুব জরুরি।' এমন পরামর্শের পক্ষে তাঁর যুক্তিটা খুব পরিষ্কার, 'ফাস্ট বোলাররা এমনিতেই ইনজুরিপ্রবণ; আর ইনজুরিতে পড়লে তাদের গতিও কমে যায়। তা ছাড়া ইনজুরিতে পড়লে ঘুরে দাঁড়িয়ে দলে ফেরাটাও কঠিন হয়ে পড়ে।'
নিজের অভিজ্ঞতা থেকেই ব্যাপারটা অনুধাবন করছেন শেবাগ। ইনজুরি থেকে পুরোপুরি সেরে ওঠার আগেই ইংল্যান্ড সফরে গিয়েছিলেন তিনি, কিন্তু সেখানে আবার পড়েছেন ইনজুরিতে। সে কথা মনে করিয়ে দিয়ে তাঁর উপলব্ধি, 'জানতাম আমাকে দলের প্রয়োজন। আমি চেষ্টাও করেছি সাধ্যমতো, কিন্তু পরে বুঝেছি আসলে দলে ফিরতে গিয়ে একটু তাড়াহুড়োই করে ফেলেছিলাম। ইংল্যান্ড সফরটা আমাদের পুরো দলেরই খুব খারাপ কেটেছে। এতগুলো ইনজুরি...!'
আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ততাই আসলে খেলোয়াড়দের ইনজুরি কাটিয়ে ওঠার সময় দিচ্ছে না বলে মনে করেন ভারতের অনেক জয়ের নায়ক শেবাগ, 'একজন খেলোয়াড়ের স্বপ্নই থাকে দেশের হয়ে খেলার। তবে কেউ যদি ক্লান্ত হয়ে পড়ে, সে সেটা জানাতে পারে। ধোনি যেমন বিশ্রাম চেয়েছিল, কিন্তু দলের অনেকে ইনজুরিতে পড়ায় ও সেই সুযোগ পেল না।'
এ প্রসঙ্গে প্রায়ই আলোচনায় আসে জাতীয় দলের হয়ে খেলার চেয়ে আইপিএলকে প্রাধান্য দেওয়ার প্রশ্নটিও। তবে শেবাগ মনে করেন খেলোয়াড়রা দেশের হয়ে খেলাকে বেশি গুরুত্ব দেন না এ ধারণাটা একদমই ভুল, 'লোকে ভুলে যায়, আমি ইনজুরি নিয়ে বিশ্বকাপও খেলেছি। শচীনও তা-ই করেছে। আরো অনেকেই এমনটি করেছে।' ওয়েবসাইট

No comments

Powered by Blogger.