নতুন বছরে বিজ্ঞান

আরেকটি নতুন বছরে পা রেখেছে বিশ্ববাসী। নতুন বছরে অনেক নতুন কিছু দেখার প্রত্যাশায় সবাই মুখিয়ে থাকবে। দৃষ্টি থাকবে বিজ্ঞানের নিত্যনতুন আবিষ্কারের দিকে।
২০১৩ সালে আবির্ভূত হতে পারে, এমন ১০টি বৈজ্ঞানিক অনুসন্ধান ও বিষয়ের প্রতি আলোকপাত করেছে বিজ্ঞানবিষয়ক সাময়িকী নেচার।
১. কণার সন্ধান: ভূ-অভ্যন্তরে বিভিন্ন পরীক্ষার মাধ্যমে ডার্ক-ম্যাটার কণা খূঁজে পাওয়ার দাবি করার পর, সাউথ ডাকোটার লিডে অবস্থিত স্ট্যানফোর্ডের আন্ডারগ্রাউন্ড রিসার্চ ফ্যাসিলিটির কাজ আরও জোরদার হবে। আর কণা অনুসন্ধানের রাজাখ্যাত সার্নের ‘লার্জ হার্ডন কোলাইডার’ ২০১৫ সাল পর্যন্ত বন্ধ করে দেওয়া হবে এ বছর।
২. জলবায়ু মূল্যায়ন: জলবায়ু পরিবর্তন বিষয়ে আন্তসরকারীয় প্যানেলের (আইপিসিসি) পঞ্চম মূল্যায়ন প্রতিবেদন প্রস্তুত করতে বছরের পর বছর সময় ব্যয় করেছেন জলবায়ু বিজ্ঞানীরা। ২০০৭ সালের পর এটাই প্রথম হালনাগাদকরণ। প্রতিবেদনটির অংশবিশেষ আগামী সেপ্টেম্বরে প্রকাশিত হওয়ার কথা।
৩. খাদ্যাভ্যাস, অণুজীব ও ক্যানসার: বিজ্ঞানীরা ক্রমবর্ধমানভাবে বিশ্বাস করতে শুরু করেছেন, মানুষের অন্ত্রে অবস্থানকারী অণুজীবগুলোই সম্ভবত খাদ্যাভ্যাস ও ক্যানসারের মতো রোগের প্রধানতম যোগসূত্র। গত বছর পরিচালিত একটি গবেষণায় এ বিষয়ে কিছু ইঙ্গিত মিলেছে। এ বছর আরও গবেষণা চলবে।
৪. জাদুকরি বস্তু: গেল বছর একটি গবেষণায় ইঙ্গিত মেলে, ধাতব মৌল হেক্সাবোরাইডের পৃষ্ঠদেশ বিদ্যুৎ পরিবাহিত কিন্তু ভেতরটা অপরিবাহী। এটি নিয়ে আলোচনা চলবে।
৫. আদালতে জিন: বংশানুগতির অন্যতম নিয়ন্ত্রক উপাদান হচ্ছে জিন। যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট পরীক্ষা করে দেখবেন, জিন প্যাটেন্টভুক্ত হওয়ার মতো কোনো কিছু কি না।
৬. ‘বিগ ব্যাং’-এর উত্তাপ: বছরের সবচেয়ে আকর্ষণীয় চিত্রগুলোর একটি হবে ধূমকেতু আইএসওএন, যেটি নভেম্বরে সূর্যের কাছাকাছি দিয়ে অতিক্রম করবে। এ ছাড়া কিউরিওসিটি রোভার মঙ্গলের বিভিন্ন তথ্য-উপাত্ত পৃথিবীতে পাঠাতে থাকবে।
৭. রোগনির্ণয় বিতর্ক: দি আমেরিকান সাইকিয়াট্রিক অ্যাসোসিয়েশন মে মাসে তাদের ডায়াগনস্টিক অ্যান্ড স্ট্যাটিস্টিক্যাল মানুয়াল অব মেন্টাল ডিসঅর্ডার-এর (ডিএসএম-৫) পঞ্চম সংস্করণ প্রকাশ করবে।
৮. স্টেম সেল পরীক্ষা: স্টেম সেল নিয়ে গবেষণা আগে থেকেই চলছে। রোগীদের প্রাপ্তবয়স্ক কোষ থেকে উৎপাদিত স্টেম সেল নিয়ে গবেষণায়ও এ বছর সবুজ সংকেত মিলতে পারে।
৯. দ্য লোয়ার ডেপ্থস: যুক্তরাষ্ট্রের পানির নিচে নজরদারি পরিচালনায় বিশাল নেটওয়ার্ক ‘ওশান অবজারভেটরিস ইনিশিয়েটিভ’ থেকে তথ্য-উপাত্ত আসা শুরু করবে।
১০. গবেষণায় অর্থ: বিভিন্ন দেশ গ্লোবাল রিসার্চ কাউন্সিলের একটি বৈঠকের সিদ্ধান্তকে দ্রুতই অনুসরণ করবে। মে মাসে ওই বৈঠক হওয়ার কথা। তবে অনেক বিজ্ঞানী অর্থসংকটে পড়বেন।

No comments

Powered by Blogger.