মঙ্গলের চাঁদে যাবে ‘শজারু’

আধা মিটার প্রশস্ত ও অসংখ্য কাঁটায় আবৃত একটি রোবটের নকশা তৈরি করা হয়েছে। ‘শজারু’ (হেজ্হগস) নামের রোবটটি পাঠানো হবে মঙ্গলের চাঁদ নামে পরিচিত উপগ্রহ ফোবোসের উদ্দেশে।
সেখানে মাধ্যাকর্ষণ শক্তি অত্যন্ত কম। তাই ওই পরিবেশে মানিয়ে নেওয়ার উপযোগী করে হেজ্হগসের নকশা তৈরি করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মার্কো প্যাভোনের নেতৃত্বে নাসার জেট প্রপালশন ল্যাবরেটরি ও ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির সহযোগিতায় রোবটটি তৈরি করা হচ্ছে। এটি আসলে এক ধরনের ‘হাইব্রিড’ যন্ত্র, কিছুটা নভোযান এবং কিছুটা পরিভ্রমণকারী যানের (রোভার) মতো। পিটিআই।

No comments

Powered by Blogger.