গভীর সমুদ্রে প্রবাল

প্রবালপ্রাচীর গ্রেট ব্যারিয়ার রিফের মানচিত্র তৈরি করতে গিয়ে অস্ট্রেলিয়ার একদল বিজ্ঞানী গভীর সমুদ্রে প্রবালের খোঁজ পেয়েছেন।
সাগরের এত গভীরে প্রবালের উপস্থিতি এত দিন পর্যন্ত অকল্পনীয় ছিল। কুইন্সল্যান্ড বিশ্ববিদ্যালয়ের সিভিউ সার্ভে নামের একটি প্রকল্পের সঙ্গে যুক্ত গবেষকেরা জানান, রিবন রিফ নামের প্রবালপ্রাচীরের পৃষ্ঠ থেকে ৪১০ ফুট (১২৫ মিটার) গভীরে টরেস প্রণালি ও অস্ট্রেলীয় মহীসোপানের কাছাকাছি সমুদ্রতলের গভীর অন্ধকারাচ্ছন্ন এলাকায় ওই প্রবালের অস্তিত্ব রয়েছে। এএফপি।

No comments

Powered by Blogger.